Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেকোরেটর মালিক-শ্রমিকদের ৩০০ কোটি টাকা প্রণোদনা দিন

প্রেস ব্রিফিংয়ে-শ্রমিক আন্দোলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ৩:৪৫ পিএম

প্রাণঘাতী করোনা পরিস্থিতিতে মাইক লাইট ও ডেকোরেটর মালিকদের জন্য ৩০০ কোটি টাকা প্রণোদনা এবং কর্ম শ্রমিকদেরকে জন্য ঈদের আগেই ১৫ হাজার টাকা করে এককালীন সহযোগিতা করার আহ্বান জানিয়েছে চরমোনাই পীর সাহেবের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রমিক সংগঠন মাইক লাইট ও ডেকোরেটর শ্রমিক আন্দোলন।
আজ সোমবার পুরানা পল্টনের ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ আহ্বান জানান মাইক লাইট ও ডেকোরেটর শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আনিসুর রহমান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ৫ দফা প্রস্তাবনা পেশ করা হয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মুহাম্মদ হারুন অর রশিদ, হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, আব্দুল কাইয়ূম মোল্লা, আবু সাঈদ, মো. শিহাব উদ্দিন গাজী, আব্দুল কুদ্দুস (রনি মিয়া), জোবায়ের আহমদ, মাওলানা আকমল হোসেন।
সংবাদ সম্মেলনে মরণঘাতী করোনা পরিস্থিতিতে কর্মহীন শ্রমিকদের সঙ্কট নিরসনে মাইক-লাইট ও ডেকোরেটর প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখার স্বার্থে সকল মালিকদের বিনাসুদে দু’বছর মেয়াদে ৩০০ কোটি টাকা প্রণোদনা দেয়ার দাবি জানানো হয়। এছাড়া মানবিক কারণে এবং দুর্দশা লাঘবে ঈদের পূর্বে মাইক লাইট ও ডেকোরেশনের সাথে সংশ্লিষ্ট কর্মহীন সকল শ্রমিককে ১৫ হাজার টাকা অনুদান প্রদানের জন্য সরকারকে জোর অনুরোধ জানানো হয়। অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, সরকার ৫০ লক্ষ মানুষের জন্য ২৫০০ টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতেও চরম দুর্নীতি হচ্ছে। তিনি বলেন, এ দুর্নীতি বন্ধ করে কর্মহীন মানুষের জন্য তা বরাদ্দ করতে হবে।



 

Show all comments
  • শওকত আকবর ১৮ মে, ২০২০, ৬:১৭ পিএম says : 0
    আলহামদুল্লাহ একটু দেরিতে হলেও ইসলামি শ্রমিক আন্দলন মাইক লাইট ডেকোরেটর মালিক শ্রমিকদের জন্য ৩০০কোটি টাকা প্রনোদনা হিসাবে সুদমুক্ত ঋন এবং পনের হাজার টাকা ঈদের পুর্বে দেয়ার জন্য দাবী জানিয়েছেন।এ কারনে আমার ডেকোরেটর এর পখ্খ থেকে নেতৃবৃন্দকে প্রান খোলা অভিনন্দ ও শুভেচ্চা। আমি ইনকিলাবে বেশ কয়েকটি কমেন্ট করেছি।এই কমেন্টের মাধ্যমে ডেকোরেটর মালিক শ্রমিকদের দুঃখ দুর্দশার কথা ইনকিলাব পত্রিকায় প্রকাশ করেন।জোড় দাবী রইল।
    Total Reply(0) Reply
  • ধুলিয়া ডেকোরেটর এ্যান্ড লাইটিং হাউস ১৮ মে, ২০২০, ১০:০১ পিএম says : 0
    আমরা ডেকোরেটর/মাইক ব্যাবসায়ীরা কাজ না থাকায় মানবেতর জীবন যাপঁন করছি।এ পরিস্থিতি কবে শেষ হবে।কবে সামাজিক অবস্থা সাবাবিক হবে,আর আমরা কাজ কর্ম ফিরে পাবো।আল্লাহই ভালো জানেন।তাই ইসলামিক শ্রমিক আন্দলনের দাবী যৌক্তিক।আশা করি এ সময়ের যৌক্তিক মানবিক দাবী সরকার বিবেচনা পুর্বক মেনে নিবেন।সত্যিকথা সরকার আমাদের ঋন দিলে,ঋন আমরা পরিশোধ করে দিতে বদ্ধপরিকর।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ