পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সুপ্রিম কোর্টসহ দেশের সকল আদালতের প্রবেশ ও বাহির পথে করোনা প্রতিরোধমূলক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের জন্য আবেদন করা হয়েছে। ‘ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন’র পক্ষে ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাউসার অনলাইনে রেজিস্ট্রার জেনারেলের দফতরের মাধ্যমে প্রধান বিচারপতি বরাবর এ আবেদন করেছেন।
আবেদনে বলা হয়েছে আদালতে প্রবেশ এবং বাহির পথে থার্মাল স্ক্যানার, জীবাণুনাশক টানেল, পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার এবং হাত ধোয়ার ব্যবস্থা থাকা জরুরি। বিশ^ স্বাস্থ্য সংস্থা বলছে, করোনা মহামারী আরও কয়েকবছর দীর্ঘস্থায়ী হতে পারে। এ কারণে করোনা প্রতিরোধকের স্থায়ী ব্যবস্থাও থাকা দরকার। দেশের আদালতগুলোতে প্রতিদিন গড়ে ৬ থেকে ৭ লাখ লোকের সমাগম হয়। আদালতে বিচারপ্রার্থী, বিচারক, আইনজীবী,বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সমাগম ঘটে। তাদেরকে করোনা সংক্রমণ থেকে রক্ষার দায়িত্ব আদালত কর্তৃপক্ষের।
আবেদনের কপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব,আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়,বাংলাদেশ বার কাউন্সিল,সুপ্রিম কোর্ট বার,স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব,স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককেও দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।