Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮৯ হাজার কারাবন্দীদের নিরাপত্তা চেয়ে রিট

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ১২:০১ এএম

৮৯ হাজার কারাবন্দীর নিরাপত্তা চেয়ে রিট করা হয়েছে। গতকাল রোববার বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চ্যুয়াল আদালতে শুনানির লক্ষ্যে অনলাইনে রিটটি ফাইল করেন সুপ্রিম কোর্ট বারের অ্যাডভোকেট শিশির মনির। রিটে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব,পুলিশের মহাপরিদর্শক,ডিআইজি (প্রিজন)কে বিবাদী করা হয়েছে।
রিটে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী করোনার থেকে রক্ষায় সামাজিক দূরত্বকে প্রধান উপায় হিসেবে গণ্য করা হয়। এই বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্বের সকল দেশ, আন্তর্জাতিক সংস্থা এই ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রতিনিয়ত নির্দেশনা জারি করছে। গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটির আদলে মূলত ‘লকডাউন’ চলছে। সকল পর্যায়ে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রচেষ্টা অব্যাহত আছে। কিন্তু করোনা ভাইরাসে সবচেয়ে ঝুঁকিতে থাকা কারাবন্দীদের অবস্থা খুবই নাজুক। দেশের কারাগারগুলোতে ধারণ ক্ষমতার দিগুণেরও বেশি বন্দী রয়েছেন। সা¤প্রতিক রিপোর্ট অনুসারে দেশের ৬৮ টি কারাগারে ৪১ হাজার ২৪৪ জনের স্থান হলেও বর্তমানে সেখানে ৮৯ হাজার বন্দী রয়েছেন। এরই মধ্যে বহু কারাবন্দী করোনা আক্রান্ত হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে কারাবন্দী মারাও গেছে। এমতাবস্থায় কারাবন্দীদের নিরাপত্তায় কি কি ব্যবস্থা নেয়া হয়েছে-রিটে জানতে চাওয়া হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ