Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা ছড়াতে পারে!

সিবিএস নিউজ | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ১২:০১ এএম

আগেও বিড়ালের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। এমনকি বাঘও আক্রান্ত হয়েছে। তবে এবার গবেষণায় উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, বিড়াল নাকি খুব দ্রুত এই ভাইরাস ছড়াতে পারে।
একদল গবেষক দেখেছেন যে এক বিড়াল থেকে অন্য বিড়ালে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস। যদিও এখনও পর্যন্ত বিড়াল থেকে মানুষের শরীরে ভাইরাস সংক্রমণের কোনও ঘটনা সামনে আসেনি।
গবেষকরা মনে করছেন, ‘ইন্টারমিডিয়েট’ হিসেবে বিড়ালের ভ‚মিকা থাকা অস্বাভাবিক কিছু নয়। অর্থাৎ, বিড়াল এই ভাইরাসের নিঃশব্দ বাহক হতে পারে। যদিও এই বিষয়ে আরও বেশি গবেষণার প্রয়োজন আছে বলে মনে করা হচ্ছে।

নিউ ইংল্যান্ড জার্নাল ও মেডিসিনে ওই গবেষকদের একটি লেখা প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, যে সব পরিবারে বিড়াল পোষ্য হিসেবে রয়েছে, তাদের সাবধানে থাকতে হবে। ‘ইউনিভার্সিটি অফ উইসকনসিন স্কুল অফ ভেটারনিটি মেডিসিন’-এ অধ্যাপক ইশোশিহিরো কাওয়াওকার নেতৃত্বে হয়েছে এই গবেষণা।
ভাইরাস আক্রান্ত তিন বিড়ালকে এক জায়গায় রাখা হয়। এরপর গবেষকরা সংক্রামিত হয়নি, এমন তিন বিড়ালকে ওই গ্রুপে নিয়ে যায়। এরপর, পাঁচদিনের মধ্যেই দেখা যায় বাকি তিন বিড়াল সংক্রামিত হয়ে পড়েছে। কোনও বিড়ালের মধ্যে অসুস্থতার কোনও লক্ষণ দেখা যায়নি বলেও জানা গিয়েছে।
যেভাবে নিউ ইয়র্কের চিড়িয়াখানায় মানুষের থেকে বাঘ সংক্রামিত হয়েছে, তাতে এই বিষয়ে চিন্তা ভাবনার দরকার আছে বলেই মনে করছেন গবেষকরা। তাই কেউ করোনা সংক্রামিত হলে তাকে বিড়ালের থেকে দূরে থাকতে বলা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ