Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা

শেখেরচর-বাবুরহাট কাপড়ের বাজার

সরকার আদম আলী, নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ১২:০২ এএম

প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত দেশের বৃহত্তম কাপড়ের বাজার মাধবদী ও শেখেরচর বাবুরহাট দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এপ্রিল মাসের প্রথম দিকে প্রথম দফা বাজার দুটি লকডাউন ঘোষণা করা হয়েছিল। ব্যবসায়ীদের অনুরোধে গত ২৬ এপ্রিল নরসিংদী জেলা প্রশাসন শর্তসাপেক্ষে লকডাউন শিথিল করে।

কিন্তু নরসিংদীর করোনা পরিস্থিতি ক্রমবর্ধমান অবনতি এবং ব্যবসায়ীদের শর্ত ভঙ্গের কারণে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন গতকাল দ্বিতীয় দফায় শেখেরচর বাবুরহাট লকডাউন ঘোষণা করেন। ব্যবসায়ীদের অনুরোধে বাজারটির লকডাউন শিথিল করা হয়েছিল কিন্তু করনা পরিস্থিতির অবনতির কারণে মাধবদী পৌরসভার মেয়র পুনরায় বাজারটি লকডাউন ঘোষণা করেন।

শেখেরচর ও মাধবদী বাবুরহাটকে দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করায় নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এবং মাধবদী পৌরসভার মেয়রকে সাধুবাদ জানিয়েছেন নরসিংদীর জনগণ। তারা বলেছে শেখেরচর ও মাধবদী বাবুর হাট দেশের বৃহত্তম কাপড়ের বাজার। এই দুটি বাজারে বাংলাদেশের সব জেলা থেকেই ব্যবসায়ীরা কাপড় ক্রয়-বিক্রয় করতে আসেন। এই বাজার দুটি থেকে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মাধ্যমে সারাদেশে করোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ