Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএসইসি’র নতুন চেয়ারম্যান শিবলী রুবাইয়াতের যোগদান

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মে, ২০২০, ৩:২৩ পিএম

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সাবেক চেয়ারম্যান, সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডীন প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি আজ রোববার (১৭ মে) অর্থমন্ত্রণালয়ে যোগদান পত্রে স্বাক্ষর করে বিএসইসি’র কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে। প্রসঙ্গত, গত ১৪ মে বিএসইসি’র চেয়ারম্যান প্রফেসর এম খায়রুল হোসেনের মেয়াদ শেষ হয়। আর তার স্থলাভিষিক্ত হলেন প্রফেসর শিবলী রুবাইয়াত।

এর আগে রোববার (১৭ মে) প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম কে সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করে।

প্রফেসর রুবাইয়াত সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে যোগদানের পর সততা ও দক্ষতার মাধ্যমে ভঙ্গুর এই প্রতিষ্ঠানে ব্যাপক পরিবর্তন আনেন। প্রতিষ্ঠানটিতে ফিরেছে গতিশীলতা ও শৃঙ্খলা। যোগদানের পর থেকে সরকারি প্রতিষ্ঠানসমূহের মধ্যে প্রতিষ্ঠানটিকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও করপোরেট কালচারের মাধ্যমে একটি আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত করেছেন। এক কথায় করপোরেশনের চেহারাই পাল্টে দিয়েছেন তিনি। ভঙ্গুর প্রতিষ্ঠানটি ২০১৬ সালের পর গত ৪ বছরে প্রায় ১২শ’ ৫০ কোটি টাকা লাভ করে। ২০১৬ সালে ২৮৫ দশমিক ৪৩ কোটি টাকা লাভ করে। ওই বছর বীমা দাবি পরিশোধ করা হয় ২০০ দশমিক ০৬ কোটি টাকা। এরপর থেকে এই ধারা বাড়তে থাকে। ২০১৭ সালে প্রতিষ্ঠানটি লাভ করে ৩০১ দশমিক ৭৩ কোটি টাকা। ওই বছর বীমা দাবি পরিশোধ করা হয় ৩৫০ দশমিক ১১ কোটি টাকা। ২০১৮ সালে লাভ করে ৩২৫ দশমিক ০২ কোটি টাকা। ওই বছর বীমা দাবি পরোশোধ করা হয় ৩৭৬ দশমিক ৩৬ কোটি টাকা। আর সর্বশেষ ২০১৯ সালে অনিরিক্ষীত হিসাব অনুযায়ী লাভ করে ৩২৮ দশমিক ৯০ কোটি টাকা এবং বীমা দাবি পরিশোধ করে ৪৬২ দশমিক ২৪।

এছাড়া করপোরেশনে বিভিন্ন পর্যায়ে উন্নয়ন ও কর্মক্ষেত্রে ব্যাপক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। সাধারণ বীমা করপোরেশনের সার্বিক প্রবৃদ্ধির পিছনে চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত গতিশীল ও সাহসী নেতৃত্ব গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আর এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিএসইসি চেয়রাম্যান হিসেবে নিয়োগ দেন। এর আগে গত ৩০ ডিসেম্বরের এক প্রজ্ঞাপনে সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছিল সরকার। যা এখন বাতিল হয়ে যাবে।

প্রফেসর শিবলী রুবাইয়াত একাধিকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য এবং কোষাধ্যক্ষসহ বিজনেস স্টাডিস অনুষদের ডীন হিসেবে ৪ বার নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, পরিচালক কমিউনিটি ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের আহবায়ক। এছাড়া স্ইুজারল্যান্ড বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির (এসবিসিসিআই) সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন অব ব্যাংকিং (ডুয়াব) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক প্রফেসর ডা. মোশাররফ হোসেন ইনকিলাবকে বলেন, প্রফেসর রুবাইয়াত এককথায় একজন চেঞ্জ মেকার। গতানুগতিক ধারার বাইরে গিয়ে সুদুরপ্রসারী চিন্তার একজন মানুষ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন। গবেষণা আদান-প্রদানসহ শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। তাঁর যোগ্যতা, দক্ষতা ও সাহসিকতার মাধ্যমে নিজেকে ইউনিক হিসেবে তুলে ধরেছেন। একই সঙ্গে বড় দায়িত্বে যাচ্ছেন এটা সবার জন্য সু-খবর হলেও ডায়নামিক এই শিক্ষককে বিশ্ববিদ্যালয় পাবে না এটা বিশ্ববিদ্যালয়ের জন্য বড় ক্ষতি বলে উল্লেখ করেন তিনি।

প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ১৯৬৮ সালে ঢাকার ধামরাইতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা রফিকুল ইসলাম খান অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। মা দেশের প্রখ্যত সংগীত শিল্পী হাসিনা মমতাজ। তাঁর স্ত্রী শেনিন রুবাইয়াত ব্্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজীর শিক্ষক এবং বিটিভির একজন সংবাদ পাঠিকা। একই সঙ্গে দুই পুত্র সন্তানের পিতা। তিনি এ পর্যন্ত বিশ্বের ৩৩টি দেশ ভ্রমন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ