Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মে, ২০২০, ১২:০২ এএম

আজ ১৭ মে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৮১ সালের এদিন দীর্ঘ নির্বাসন শেষে তিনি বাংলার মাটি ও মানুষের কাছে ফিরে আসেন। এদিন বিকেল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লী থেকে কোলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মমভাবে নিহত হন। এসময় তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা প্রবাসে থাকায় ঘাতকদের হাত থেকে তারা রেহাই পান।

পরবর্তী সময়ে ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। এরপরেই তিনি ১৭ মে দেশে ফিরে আসেন।

শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য উপস্থিত প্রায় ১৫ লাখ মানুষের হৃদয় ছোঁয়া ভালবাসার জবাবে এদিন তিনি বলেন, বাংলার মানুষের পাশে থেকে মুক্তির সংগ্রামে অংশ নেয়ার জন্য আমি দেশে এসেছি। আমি আওয়ামী লীগের নেত্রী হওয়ার জন্য আসিনি। আপনাদের বোন হিসাবে, মেয়ে হিসাবে, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আওয়ামী লীগের কর্মী হিসাবে আমি আপনাদের পাশে থাকতে চাই।

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দেশব্যাপী প্রতিবছর বিস্তারিত কর্মসূচি পালন করলেও এবার করোনাভাইরাস পরিস্থিতির কারণে আনুষ্ঠানিকভাবে কোন কর্মসূচি পালিত হচ্ছেনা।#



 

Show all comments
  • Md Billal ১৭ মে, ২০২০, ১:২৮ এএম says : 0
    শেখ হাসিনা দেশে আসার কারণে আজকে উন্নত বাংলাদেশ হচ্ছে দোয়া রহিল শেখ হাসিনার প্রতি
    Total Reply(0) Reply
  • Md Billal ১৭ মে, ২০২০, ১:২৮ এএম says : 0
    শেখ হাসিনা দেশে আসার কারণে আজকে উন্নত বাংলাদেশ হচ্ছে দোয়া রহিল শেখ হাসিনার প্রতি
    Total Reply(0) Reply
  • Md Abdul Hassan ১৭ মে, ২০২০, ১:৩০ এএম says : 0
    জয় বাংলা জয় বঙ্গবন্ধু কন্যা দেশ রত্ন বিশ্বমানবতা হিউম্যানিটি অফ মাদার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহ পাক যেনো সুস্থ ও দীর্ঘয়ু দান করুন আমীন
    Total Reply(0) Reply
  • Vp Nilay Roy ১৭ মে, ২০২০, ১:৩০ এএম says : 0
    জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার।
    Total Reply(0) Reply
  • M.A. Barik ১৭ মে, ২০২০, ১:৩০ এএম says : 0
    স্বাগতম। আপনাকে আল্লাহ দীর্ঘজীবি করুক।আ মি ন।
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ১৭ মে, ২০২০, ৯:৪৩ পিএম says : 0
    সেই সময়ের শেখ হাসিনা আর আজকের শেখ হাসিনার মধ্যে বিশাল এক পার্থক্য বিদ্যমান। আমরা যারা নেত্রী হাসিনাকে দেশে ও প্রবাস থেকে এই ৪০ বছর ধরে দেখে আসছি আমরা তাঁর সেই পার্থক্যকে বুঝতে পারি। তবে তিনি কখনও দলের মধ্যে যাতে বিবেধের সৃষ্টি না হয় সেজন্যে আপ্রান চেষ্টা করে গেছেন এটা যে কতবড় একটা ত্যাগ ও অধ্যাবাসার ফল সেটা আমরা তাঁর কর্মকাণ্ড যারা অবলোকন করেছি তারাই জানি। আমি নেত্রী হাসিনার অনেক বিষয় নিয়ে আমার লিখায় সমালোচনা করেছি বটে, কিন্তু যখনই তাঁর দলকে সঠিক পথে চালাতে দেখেছি তখনই আমি কেন লিখেছি এটা ভেবে নিজেকে অপরাধী বলে অপমানিত বোধ করেছি। তাঁর প্রতিটি কার্যকলাপ ছিল বাঙালী মহিলার মত তিনি তাঁর কাপড় থেকে শুরু করে সবকিছুতেই বাঙ্গালিয়ানা ফুটিয়ে তুলতেন এবং এখনও ওনার দিকে তাকালেই বুঝাযায় বাঙালী মহিলার প্রতিছবি। পূর্বের আওয়ামী লীগের দলগত যেসব ভুল ভ্রান্তি ছিল সেসব তিনি পরিহার করে শুদ্ধ ভাবে দলকে এগিয়ে নিয়ে গেছেন এটাই মহা সত্য। তবে একটা বিষয়ে এখনও আমি বুঝতে পারিনি সেটা হচ্ছে ওনার উত্তরসূরি কে হতে যাচ্ছেন???? আমি আল্লাহ্‌র দরবারে প্রার্থনা করছি আল্লাহ্‌ যেন জননেত্রী হাসিনার মত একজন নেতা আমাদেরকে দান করেন। আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ