পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, করোনাভাইরাস মহামারীর সঙ্কটকালে দিনমজুর-কর্মহীন অসহায় মানুষের মাঝে যাকাত-সদকা দিন। অসহায় ক্ষুধার্ত মানুষের প্রতি সহায়তার হাত বাড়ালে আল্লাহপাকের রহমত পাওয়া যাবে। তিনি বলেন, এ মহামারী থেকে মুক্তি পেতে বেশি বেশি তাওবাহ ইস্তিগফার করতে হবে।
বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি মাওলানা ফয়েজ আহমদের অর্থায়নে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আজ শনিবার কেরানীগঞ্জ ঘাটারচর শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক (রহ.) এর মাকবারার সামনে করোনায় ক্ষতিগ্রস্ত দিনমজুর ও কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, দলের যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলনা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, ঢাকা মহানগর সভাপতি মাওলানা রুহুল আমীন খান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রিজওয়ান হোসাইন প্রমূখ।
মাওলানা মাহফুজুল হক বলেন, যাকাতের অর্থ সঠিকভাবে বন্টনের উদ্যোগ নেয়া হলে দরিদ্রমুক্ত দেশ গঠন করা সম্ভব। তিনি সমাজের বিত্তশালী ব্যক্তিদের করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের প্রতি সহায়তার হাত বাড়ানোর জোর দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।