Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোগীরা প্রয়োজনীয় রক্ত পাচ্ছেন না

করোনা পরিস্থিতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ মে, ২০২০, ১২:০১ এএম

২৬ মার্চ থেকে দেশের অনেক কার্যক্রম স্থগিত হয়ে গেলেও কোয়ান্টাম ল্যাবের কর্মীরা মানবতার এই চরম মুহুর্তে ল্যাবের সমস্ত কার্যক্রম যথাসাধ্য চালু রেখেছেন। প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে তারা দিন-রাত ২৪ ঘণ্টা মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। গত এক মাসে বিভিন্ন হাসপাতাল থেকে আসা রোগীদের কোয়ান্টাম ল্যাব সরবরাহ করেছে চার হাজার ৫৭৪ ইউনিট রক্ত ও রক্ত উপাদান। যদিও গত বছর এই সময়ে সরবরাহ করা হয়েছিল আট হাজার ৫৮৫ ইউনিট। অর্থাৎ, বর্তমান পরিস্থিতিতে মাসিক সরবরাহ কমে গেছে চার হাজার ১১ ইউনিট। ফলে আমরা চার হাজারেরও বেশি অর্থাৎ প্রায় ৪৭ শতাংশ রোগী/রক্তগ্রহীতাকে রক্ত বা রক্ত উপাদান সরবরাহ করা সম্ভব হয়নি।

কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রাণ হলেন রক্তদাতারা। কিন্তু সা¤প্রতিক পরিস্থিতিতে তাদের উপস্থিতি কমে গেছে। ফলে গত এক মাসে রক্ত সংগ্রহের পরিমাণ তিন হাজার ১৩৫ ব্যাগ। যদিও গত বছর এই সময়ে চার হাজার ৫৮৯ ব্যাগ রক্ত সংগ্রহ করা সম্ভব হয়েছিল। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে মাসে সংগ্রহ কমে গেছে এক হাজার ৪৫৪ ব্যাগ। এ হিসেবে রক্ত সংগ্রহ কমে গেছে প্রায় ৩২ শতাংশ।

প্রসঙ্গত, প্রতি মাসে থ্যালাসেমিয়া, কিডনি ডায়ালাইসিস, গর্ভবতী মায়েদের ডেলিভারিসহ বিভিন্ন প্রয়োজনে রোগীর জন্য দেশে প্রচুর পরিমানে রক্তের প্রয়োজন হয়। সচেতনতার অভাবে এখনও চাহিদার তুলনায় দেশে রক্ত সংগ্রহের পরিমান খুবই কম। অনেকেই স্বেচ্ছায় রক্তদান করছেন। কিন্তু তা প্রয়োজনের তুলনায় কম। তাই রক্তদানে উপযুক্ত সবাই যদি স্বেচ্ছায় রক্ত দান না করেন তাহলে এই দুর্যোগের সময়ে অনেক অপারেশনের রোগীকে প্রয়োজনের মূহুর্তে রক্ত সরবরাহ করা সম্ভব হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ