Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালবাহী ট্রেনে ভারত থেকে এসেছে ৬ হাজার টন পেঁয়াজ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মে, ২০২০, ১২:০১ এএম

মালবাহী ওয়াগনে গত ১১ মে থেকে এ পর্যন্ত বাংলাদেশের দর্শনা বর্ডার দিয়ে ভারতীয় রেলওয়ের ৪টি র‌্যাকে এসেছে ৬ হাজার টন পেঁয়াজ। গতকাল শুক্রবার বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়াজাহান বিষয়টি জানান। তিনি বলেন, ভারতে লোড হচ্ছে আদা, রসুন ও শুকনা মরিচ। যা আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারে।
এদিক, ভারতের সাথে সড়ক পথে আমদানি রফতানি বন্ধ রয়েছে। বাংলাদেশের আসার অপেক্ষায় শত শত পণ্যবাহী ট্রাক আটাকা পড়ে আছে সীমান্তে। এর প্রেক্ষিতে পচনশীল মালামাল পরিবহনের বিশেষ উদ্যোগ নেয় বাণিজ্য মন্ত্রণালয় ও রেলওয়ে।
উল্লেখ্য, করোনর প্রদুর্ভাব বেড়ে যাওয়ায় গত ২৬ মার্চ থেকে বাংলাদেশের সাথে সবধরনের পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ রেখেছিল ভারত। এর আগে ১৫ মার্চ থেকে ভারতের সাথে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয় উভয় দেশ। তবে ২৭ এপ্রিল ভারত নিষেধাজ্ঞা তুলে নেয়ায় ২৮ এপ্রিল থেকে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ