Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপন্ন উল্লুক উদ্ধার

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মে, ২০২০, ১২:০১ এএম

একটি বিপন্ন প্রজাতির উল্লুক আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বন বিভাগের মাধ্যমে গতকাল শুক্রবার সকালে উল্লুকের ঠাঁই হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে। সেখানে এই প্রাণীটির চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন ফুলবাড়ি চা বাগান থেকে উল্লুকটিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগানে শিশু-কিশোরদের কবল থেকে স্বপন নামে স্থানীয় এক ব্যক্তি উল্লুকটিকে উদ্ধার করে বন বিভাগের বাগমারা ক্যাম্পে নিয়ে যান। বন বিভাগ শুক্রবার সকালে শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে আহত উল্লুকটিকে হস্তান্তর করে।
বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, উল্লুকটি পুরুষ এবং প্রাপ্তবয়স্ক। এর মাথা ও কোমরে প্রচন্ড আঘাত করা হয়েছে। সোজা হয়ে দাঁড়াতে পারছে না। চিকিৎসা দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।
বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব বলেন, উল্লুক বাংলাদেশে অতিবিপন্ন প্রাণীদের একটি। দেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান ও সাতছড়ি বনে উল্লুকের কিছু পরিবার এখনো টিকে রয়েছে। পুরুষ উল্লুক কালো এবং স্ত্রী উল্লুক বাদামি রঙের হয়। তিন থেকে চার সদস্য নিয়ে তাদের একেকটি দল বা পরিবার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ