Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট সাদেক খানের ৪র্থ মৃত্যুবার্ষিকী

প্রেসবিজ্ঞপ্তি। | প্রকাশের সময় : ১৬ মে, ২০২০, ১২:০১ এএম

আজ ১৬ মে বিশিষ্ট সাংবাদিক সাদেক খান-এর ৪র্থ মৃত্যুবার্ষিকী। নির্ভীক সাংবাদিকতার পথিকৃত সাদেক খান এ দিন তার বারিধারাস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে অন্যতম মূল ভূমিকায় ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দেন। পরে তিনি সাংবাদিকতায় যোগ দেন। ১৯৬৩ সালে বাংলায় প্রামাণ্য চলচ্চিত্র ‘নদী ও নারী’ প্রযোজনা ও পরিচালনা করেন যা এখনও বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে বিবেচিত।
২০০২ সালে রাষ্ট্রীয় সম্মাননা ২১শে পদক লাভ করেন। সাপ্তাহিক হলিডে’র কন্ট্রিবিউটিং এডিটর ছাড়াও তিনি অন্যান্য পত্র-পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন। তিনি পাকিস্তান ন্যাশনাল এসেম্বলি স্পীকার মরহুম বিচারপতি আব্দুল জব্বার খান এর বড় সন্তান। -প্রেসবিজ্ঞপ্তি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ