Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি নেতা বকুলের উদ্যোগে অসচ্ছল প্রতিবন্ধীদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মে, ২০২০, ৭:৩৯ পিএম

করোনা সংক্রমণে লকডাউনে মহানগরী খুলনার গৃহবন্দী সকল স্তরের মানুষের জন্য ধারাবাহিকভাবে ত্রাণ বিতরণ করে যাচ্ছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।
শুক্রবার জুম্মাবাদ ৫নং ওয়ার্ডের সরকারি বীণাপানি প্রাথমিক স্কুল প্রাঙ্গনে কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের পৃষ্ঠপোষকতায় এবং খালিশপুর থানা বিএনপির সভাপতি এ্যাড. ফজলে হালিম লিটনের সভাপতিত্বে পাচ শতাধিক অসচ্ছল প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন তিন থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এপ্রসঙ্গে রকিবুল ইসলাম বকুল বলেন, করোনা সংকটে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ইতিমধ্যেই আমরা খুলনা-৩ আসনের ৫০০০নিম্ন আয়ের পরিবারের কাছে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি। আজ অত্র এলাকার ৫০০ প্রতিবন্ধী পরিবারের কাছে খাদ্যসামগ্রী সরবরাহের কার্যক্রম শুরু হল। আমরা সমাজসেবা অধিদফতর ও আমাদের নিজস্ব সূত্র থেকে এ তালিকা প্রণয়ন করেছি। এসকল প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি আমাদের নেতাকর্মীরা খাদ্যসামগ্রী পৌছে দিবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনঃ মীর কায়ছেদ আলী, স ম আব্দুর রহমান, জাহিদুল ইসলাম, সিরাজুল হক নান্নু, শেখ সাদি, শাহিনুল ইসলাম পাখি, আবুল কালাম জিয়া, সাজ্জাদ হোসেন তোতন, বিপ্লবুর রহমান কুদ্দুস, মুর্শিদ কামাল, শেখ ইমাম হোসেন, আবু সাইদ আব্বাস, কাজী নেহিবুল হাসান নেহিম, মাসুদ পারভেজ বাবু প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ