Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলমানদের বিরুদ্ধে অব্যাহতভাবে চক্রান্ত করছে ভারত-পীর সাহেব চরমোনাই

করোনা নিয়ে মুসলমানদের উপর দোষ চাপানোয় নিন্দা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মে, ২০২০, ৫:৪৬ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ভারতে করোনা সংক্রমণ ছড়ানো নিয়ে মুসলমানদের উপর দোষ চাপানো এবং করোনা আক্রান্ত মুসলমানদের চিকিৎসা সেবা না দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
আজ এক বিবৃতিতে পীর সাহেব বলেন, ভারত এই মহামারীর সময়ও মুসলমানদের উপর তাদের হিংস্র আক্রমণ অব্যাহত রেখেছে। ভারত বিভিন্ন অযুহাতে মুসলমানদের উপর তাদের খড়গহস্ত প্রসারিত করার যে প্রবণতা শুরু করেছে তা বন্ধ না করলে ভারতকে আরো কঠিন খেসারত দিতে হবে। পীর সাহেব চরমোনাই বলেন, করোনা মহামারী প্রসঙ্গে বিশ্বের সকল অমুসলিম গবেষকরা বলছেন, মুসলমানরা পাঁচবার অযূ করার কারণে সংক্রমণ কম হচ্ছে। আর ভারত হিংসার বশবতী হয়ে মুসলমানদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। তিনি অবিলম্বে ভারতে মুসলমানদের উপর জুলুম নির্যাতন বন্ধের দাবি জানিয়ে বলেন, ভারতের অন্যায় আচরণের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে প্রতিরোধ গড়ে তোলতে হবে।



 

Show all comments
  • মুহাম্মদ ইসমাইল ১৫ মে, ২০২০, ৫:৫৭ পিএম says : 0
    ভারতের এমন আচরণের তীব্র নিন্দা জানাই
    Total Reply(0) Reply
  • MD Shahin Reza ১৫ মে, ২০২০, ৭:৩৪ পিএম says : 0
    0 ভারতের এমন আচরণের তীব্র নিন্দা জানাই।ধন্যবাদ পীর সাহেব চরমোনাই হুজুরকে প্রতিবাদ করার জন্য।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ