পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ভারতে করোনা সংক্রমণ ছড়ানো নিয়ে মুসলমানদের উপর দোষ চাপানো এবং করোনা আক্রান্ত মুসলমানদের চিকিৎসা সেবা না দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
আজ এক বিবৃতিতে পীর সাহেব বলেন, ভারত এই মহামারীর সময়ও মুসলমানদের উপর তাদের হিংস্র আক্রমণ অব্যাহত রেখেছে। ভারত বিভিন্ন অযুহাতে মুসলমানদের উপর তাদের খড়গহস্ত প্রসারিত করার যে প্রবণতা শুরু করেছে তা বন্ধ না করলে ভারতকে আরো কঠিন খেসারত দিতে হবে। পীর সাহেব চরমোনাই বলেন, করোনা মহামারী প্রসঙ্গে বিশ্বের সকল অমুসলিম গবেষকরা বলছেন, মুসলমানরা পাঁচবার অযূ করার কারণে সংক্রমণ কম হচ্ছে। আর ভারত হিংসার বশবতী হয়ে মুসলমানদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। তিনি অবিলম্বে ভারতে মুসলমানদের উপর জুলুম নির্যাতন বন্ধের দাবি জানিয়ে বলেন, ভারতের অন্যায় আচরণের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে প্রতিরোধ গড়ে তোলতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।