Inqilab Logo

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ব্রিটিশ নাগরিকদের জন্য তৃতীয় ধাপে বিশেষ ফ্লাইট

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ মে, ২০২০, ৩:২৭ পিএম

বাংলাদেশে আটকেপড়া ব্রিটিশ নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নিতে যুক্তরাজ্যের সরকার বাংলাদেশ থেকে আরও তিনটি চার্টার্ড ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে।
এই তিনটি বিশেষ ফ্লাইটে আরও ৯০০ ব্রিটিশ নাগরিক নিজ দেশে ফেরত যেতে পারবেন।
শুক্রবার (১৫ মে) ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন এক ভিডিও বার্তায় এ তথ্য জানান। তিনি জানান, ২০, ২৬ ও ৩১ মে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে এই বিশেষ ফ্লাইটগুলো ছেড়ে যাবে।
এর আগে ব্রিটিশ নাগরিকদের ফেরাতে দুই ধাপে ৯টি বিশেষ ফ্লাইট পরিচালিত হয়েছে।
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন জানিয়েছেন, বর্তমানে সিলেটে থাকা ব্রিটিশ নাগরিকদের অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকায় আনতে বিকল্প ব্যবস্থা করা হয়েছে। যাত্রীরা ঢাকা বা সিলেট যেখান থেকেই যাত্রা শুরু করবেন তাদের মাথাপিছু ৬০০ পাউন্ড দিতে হবে।
নিজ দেশে ফেরত যেতে ইচ্ছুক ব্রিটিশ নাগরিকরা কর্পোরেট ট্রাভেল ম্যানেজমেন্ট (সিটিএম) বা ট্র্যাভেল ম্যানেজমেন্ট পার্টনারের মাধ্যমে এই ফ্লাইটগুলো বুক করতে পারবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ