Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৫ শর্ত বেঁধে দেয়া হলো ছুটি বাড়লো ৩০ মে পর্যন্ত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ মে, ২০২০, ১২:০২ এএম

করোনাভাইরাস মহামারীর মধ্যে ঘরে থাকার মেয়াদ ঈদুল ফিতর পেরিয়ে ৩০ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এবার এ ছুটিতে কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা, চলাচলে কড়াকড়ির সঙ্গে ঈদ জামাত নিয়েও সতর্কবার্তা দিয়েছে সরকার। প্রয়োজন অনুসারে সব মন্ত্রণালয়/বিভাগ তাদের নিয়ন্ত্রণাধীন অফিসসমূহ খোলা রাখতে পারবে। এছাড়া ঈদের আগে খুলছে না গণপরিবহন।

গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগের ছুটির ধারাবাহিকতায় ১৭ থেকে ২৮ মে পর্যন্ত নতুন করে সাধারণ ছুটি ঘোষণা দিয়ে নতুন একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনের আদেশের কপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিভাগীয় কমিশনার ও সকল জেলা প্রশাসক (ডিসি) দের পাঠানো হয়েছে।

আগামী ২১ মে শবে কদর, ২২, ২৩, ২৯ ও ৩০ মে সাপ্তাহিক ছুটি এবং ২৪, ২৫ ও ২৬ মে ঈদুল ফিতরের সরকারি ছুটিও এর অন্তর্ভুক্ত করা হয়েছে। ছুটির এই সময়ে জনসাধারণের চলাচল সীমিত থাকবে। এক জেলা থেকে আরেক জেলা এবং এক উপজেলা থেকে আরেক উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী তা সতর্কভাবে বাস্তবায়ন করবে। করোনাভাইরাসের বিস্তার রোধে সবাইকে ঘরে থাকার নির্দেশনা এবং ‘অতি জরুরি’ প্রয়োজন ছাড়া (ওষুধ কেনা, চিকিৎসা সেবা, মৃতের সৎকার ইত্যাদি) রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়ির বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আগের মতই বহাল রয়েছে।

বলা হয়েছে, ১. আগামী ১৭ মে থেকে ২৮ মে পর্যন্ত সাধারণ ছুটি থাকাকালীন জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা/ সীমিত থাকবে। ২. সাধারণ ছুটি এবং চলাচল নিষেধাজ্ঞাকালে এক জেলা থেকে অন্য জেলা বা এক উপজেলা থেকে অন্য উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। জেলা প্রশাসন আইন শৃঙ্খলাবাহিনীর সহায়তায় এ নিয়ন্ত্রণ সতর্কভাবে বাস্তবায়ন করবে। করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন ছাড়া (প্রয়োজনীয় কেনাকাটা, ওষুধ কেনা, চিকিৎসা, মৃতের দাফন বা সৎকার করা ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে আসা যাবে না।

৩. সাধারণ ছুটি এবং চলাচলে নিষেধাজ্ঞা থাকাকালে জনসাধারণ ও সব কর্তৃপক্ষকে অবশ্যই স্বাস্থ্য বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশমালা কঠোরভাবে মেনে চলতে হবে। ৪. রমজান এবং ঈদকে সামনে রেখে দোকান পাটে ক্রয়বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। শপিংমলের প্রবেশদ্বারে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। শপিংমলে আসা যানবাহন অবশ্যই জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে। এসব শপিংমল দোকান পাট বিকাল ৪টার মধ্যে বন্ধ করতে হবে।

৫. সাধারণ ছুটির সময় জরুরি পরিসেবা, যেমন বিদ্যুৎ, পানি, গ্যাসও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস বন্দসমূহের (স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর) কার্যক্রম টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা, এবং সংশ্লিষ্ট কাজে নিয়োজিত নিয়োজিত যানবাহন ও কর্মীগণ এ ছুটির বাইরে থাকবেন। ৬. সড়ক ও নৌপথে সব প্রকার পণ্য পরিবহনের কাজে নিয়োজিত যানবাহন (ট্রাক, লরি, কার্গো, ভেসেল, ইত্যাদি) চলাচল অব্যাহত থাকবে।

৭. কৃষিপণ্য, সার, বীজ, কীটনাশক, খাদ্য, শিল্পপণ্য, রাষ্ট্রীয় প্রকল্পের মালামাল, কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল, ও জরুরি সেবা এবং এসবের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে না। ৮. চিকিৎসা সেবায় নিয়োজিত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী, ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মী, গণমাধ্যম (ইলেক্টনিক ও প্রিন্ট মিডিয়া, ক্যাবল টিভি নেটওয়ার্কে নিয়োজিত) কর্মীগণ এই সাধারণ ছুটি/ চলাচল নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। ৯. ওষুধশিল্প, উৎপাদন ও রফতানিমুখী শিল্পসহ সব ধরনের কলখারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করে চালু রাখতে পারবেন। এ ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রণীত স্বাস্থ্যসেবা পরিপালনের নির্দেশনা নিশ্চিত করতে হবে।

১০. পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে শিল্প কারখানা, কৃষি এবং উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে। ১১. সাধারণ ছুটি বা নিষেধাজ্ঞাকালীন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। ১২. রমজান ঈদ এবং ব্যবসা বাণিজ্যের সুবিধা বিবেচনায় ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। ১৩. সব মন্ত্রণালয়/বিভাগ তাদের নিয়ন্ত্রণাধীন অফিসসমূহ প্রয়োজন অনুসারে খোলা রাখবে। সেই সঙ্গে তারা তাদের অধিক্ষেত্রের কার্যাবলী পরিচালনার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে। মন্ত্রণালয়/ বিভাগ এবং আওতাধীন অফিসসমূহের কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের জন্য স্বাস্থ্য বিভাগ থেকে জারিকৃত ১৩ দফা নির্দেশনা কঠোরভাবে মানতে হবে।

১৪. সাধারণ ছুটি/নিষেধাজ্ঞাকালে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না। এই সময়ে সড়কপথে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান ও রেল চলাচল এবং অভন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ থাকবে। মহাসড়কে মালবাহী/জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ব্যাতীত অন্যান্য যানবাহন কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। ১৫. আসন্ন ঈদের নামাজের ক্ষেত্রেও বর্তমান বিদ্যমান বিধিবিধান প্রযোজ্য হবে। উন্মুক্ত স্থানে বড় জমায়েত পরিহার করতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

 

 



 

Show all comments
  • রাসেল ১৫ মে, ২০২০, ১২:২৭ এএম says : 0
    সীমিত আকারে পরিবহন খোলার অনুরোধ করছি সরকারের প্রতি। মাননীয়প্রধানমন্ত্রীশেখহাসিনা কে অভিনন্দ।
    Total Reply(0) Reply
  • রাসেল ১৫ মে, ২০২০, ১২:২৮ এএম says : 0
    সীমিত আকারে পরিবহন খোলার অনুরোধ করছি সরকারের প্রতি। মাননীয়প্রধানমন্ত্রীশেখহাসিনা কে অভিনন্দন।
    Total Reply(0) Reply
  • Mahfuz Rahman ১৫ মে, ২০২০, ১:০৩ এএম says : 0
    বরিশাল বিভাগের লোকজনদের ঢাকা শহরে যাতায়াত নিয়ন্ত্রণ করতে পারলে মনে করেন সাফল্য ৮০%।
    Total Reply(0) Reply
  • Nasir Uddin Khan Razib ১৫ মে, ২০২০, ১:০৩ এএম says : 0
    গনপরিবহন বন্ধ করলেও কোন লাভ হবে না। আমরা ট্যালেন্টফুল জাতি, এর বিকল্প ব্যবস্থা নিশ্চয়ই আবিস্কার করে ফেলব।
    Total Reply(0) Reply
  • Proshanta Ghosh ১৫ মে, ২০২০, ১:০৩ এএম says : 0
    এই সাধারণ ছুটি সরকারি চাকরি যারা করে তাদের জন্য,আজব দেশ আমাদের, ওরাই মানুষ, অন্যরা,,,,,,,
    Total Reply(0) Reply
  • সত্যের সন্ধানে আমি ১৫ মে, ২০২০, ১:০৪ এএম says : 0
    এই সাধারন ছুটি টা কাদের জন্য?? কারা ভোগ করবে এটা?? এই সাধারন ছুটির মানেটাই বা কি?? যেখানে সব গার্মেন্টস কারখানা, বাজার ঘাট,সব কিছু অবাধে চলছে। কারা কারা এই সাধারন ছুটির আওতায়??
    Total Reply(0) Reply
  • Shp Sathi Hasnat ১৫ মে, ২০২০, ১:০৪ এএম says : 0
    আরও গার্মেন্টস খোলা রাখেন,গার্মেন্টস কর্মি রা তো মানুষ না।আপনারা মানুষ ।এমন কথা বলতে নিম্নতম সেন্স থাকা দরকার
    Total Reply(0) Reply
  • Jamir Uddin ১৫ মে, ২০২০, ১:০৪ এএম says : 0
    সব সরকারি চাকরিজীবিদের জন্য সুসংবাদ, কারণ ঘরে বসে বসে বেতন বোনাস পাবে আর নাকে তেল ঘুমাবে;আর সাধারণ জনগণ মরবে।
    Total Reply(0) Reply
  • Muhib Rahman ১৫ মে, ২০২০, ১:০৫ এএম says : 0
    শুধু বাস বন্ধ রাখলেই করোনা নিয়ন্ত্রণ হবে, কারণ করোনা তো বাস ছাড়া চলতে পারেনা
    Total Reply(0) Reply
  • ইমরান হোসেন অতুল ১৫ মে, ২০২০, ১:০৫ এএম says : 0
    বর্তমান অবস্থা হচ্ছে চোর কে বলে চুরি করতে আর কর্তাকে বলে সাবধানে থাকতে, মার্কেট খুলে ব্যবসায়ীদের সাহায্য করবেন আর আমোদ প্রিয় বাংগালী ঈদের কেনাকাটা করবে, পুলিশ আর্মি অসহায়, তারা আমাদের জানের হেফাযত করবে নাকি ব্যবসায়ী ভাইদের কথা চিন্তা করে রাস্তা-ঘাট ক্লিয়ার করবে নিজেরাও জানেন না।
    Total Reply(0) Reply
  • Md Mostafizur Rahman Bappi ১৫ মে, ২০২০, ১:০৫ এএম says : 0
    এই ছুটির সুবিধা তো শুধু সরকারি চাকুরী জীবিরা ছাড়া আর কেউই পায়না। অন্য সব জায়গায় তো যে যার কাজ করতে ই হয়। সবাই যদি যার যার কজে যেতে পারে, তাহলে সাধারণ ছুটি কাদের সুবিধার জন্য??
    Total Reply(0) Reply
  • আলমগীর সুজন ১৫ মে, ২০২০, ৮:৪৭ এএম says : 0
    সারা দেশে প্রয়োজনে কারফিউ জারি করেন। প্রয়োজন ছাড়া বাড়ি হতে বাহির হলে সর্বনিন্ম ১০০০ টাকা জরিমানা।
    Total Reply(0) Reply
  • Milon ১৫ মে, ২০২০, ১০:৪৩ এএম says : 0
    সারা দেশে প্রয়োজনে কারফিউ জারি করেন। প্রয়োজন ছাড়া বাড়ি হতে বাহির হলে সর্বনিন্ম ১০০০ টাকা জরিমানা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ