Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চোখে প্রায়ই পানি আসে

সিএনএন | প্রকাশের সময় : ১৫ মে, ২০২০, ১২:০৪ এএম

জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী কেটি পেরি ভালো নেই। তিনি জানিয়েছেন, করোনাভাইরাস মহামারীর এই কঠিন সময়ে গর্ভাবস্থা তার চোখে প্রায় পানি আনছে। শুধু তাই নয়, নিজের মানসিক স্বাস্থ্য নিয়েও কথা বলেন তিনি।
‘ফায়ারওয়ার্কস’ খ্যাত এই গায়িকা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানিয়েছেন, কীভাবে তিনি হতাশা ও করোনাভাইরাসকে কাটিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অনলাইনে এক অনুষ্ঠানে ৩৫ বছর বয়সী কেটি পেরি জানান, ছোট কোনো কাজ করতে গিয়েও প্রায়ই তিনি ব্যথায় মুষড়ে পড়েন।

তিনি বলেন, ‘ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে এই সময়ে। এটা যে কত বড় মানসিক কষ্ট সেটা বোঝাতে পারবো না। প্রতিদিন মনে হচ্ছে যুদ্ধ করে পার করছি। খুব দ্রæতই এই বিশ্ব করোনা থেকে মুক্তি পাক সেই প্রত্যাশা করি’। তার এই পোস্ট মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।

এদিকে গত মার্চে ‘নেভার ওর্ন হোয়াইট’ মিউজিক ভিডিওর মাধ্যমে নিজের অন্তঃসত্ত¡া হওয়ার খবর প্রকাশ্যে আনেন কেটি পেরি। তিনি ২০১০ সালে রাসেল ব্র্যান্ডকে বিয়ে করেন। কিন্তু দুই বছর পর তাদের বিচ্ছেদ হয়ে যায়। ২০১৬ সালে ওরলান্ডো বøুুমের প্রেমে পড়েন এ গায়িকা। সেই থেকে তারা একসঙ্গে আছেন। আজ শুক্রবার তার নতুন অ্যালবাম ‘ডেইজিস’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ