Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিখোঁজ ছাত্রদল নেতার সন্ধান দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ মে, ২০২০, ১২:০৩ এএম

জাতীয়তাবাদী ছাত্রদলের ইউনিয়ন পর্যায়ের নেতা রিপনকে আইন শৃঙ্খলাবাহিনী পরিচয়ে তুুুুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিপন লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। গত মঙ্গলবার রাত সােেড় ১১টায় তাকে তার এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয় হয় বলে অভিযোগ করা হয়েছে। রুহুল কবির রিজভী জানান, রিপনকে আইন শৃঙ্খলাবাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আটকের একদিন পরও তাকে জনসমম্মুখে হাজির করা হচ্ছে না। তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে রেগাযোগ করা হলেও কোন সদুত্তর পাওয়া যাচ্ছে না।
রিজভী বলেন, আমরা অবিলম্বে ছাত্রদল নেতা রিপনের সন্ধান দাবি করছি। কেননা তার পরিবার সহ অনেকেই তার সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন। অবশ্য অতীতে এভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে আমাদের দলের বহু নেতাকর্মীকে গুম ও হত্যা করা হয়েছে। হয়তো ভিন্ন উদ্দেশ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রিপনকে গ্রেফতারের বিষয়টি প্রকাশ করছেনা। আমরা অবিলম্বে রিপনকে তার পরিবারের কাছে পৌঁছে দেয়ার এবং জনসমক্ষে প্রকাশের দাবি জানাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ