Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাও প্রকাশ পাচ্ছে : হানিফ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ মে, ২০২০, ১২:০২ এএম

করোনা সংকটকালে স্বাস্থ্য খাতের দুর্বলতার কথা তুলে ধরেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। গতকাল সোমবার এক ভিডিও বার্তায় হানিফ বলেন, ব্যাপক উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যেই ধীরে ধীরে দেশের সব প্রান্তে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। জীবন ও জীবিকা, দুটোই আজ বিপন্ন। জীবন ও জীবিকার জন্য আমরা লড়াই করে যাচ্ছি। করোনাভাইরাসের প্রকোপ যত বৃদ্ধি পাচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাও ততটাই প্রকাশ পাচ্ছে। আমাদের সামর্থ্যের ঘাটতি ও সমন্বয়ের অভাব।

ভিডিও বার্তায় তিনি বর্তমান প্রেক্ষাপটে দোষারোপের রাজনীতি পরিহার করে মানবিক হওয়ারও আহবান জানিয়েছেন। হানিফ বলেন, চেষ্টা করা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা দ্রুত কাটিয়ে ওঠার। এই উদ্বেগজনক পরিস্থিতিতে আমাদের ভরসার জায়গা একটাই, সেটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি শুরু থেকেই এই করোনাভাইরাসের দুর্যোগ মোকাবিলায় সীমিত সামর্থ্য নিয়ে লড়াই করে যাচ্ছেন। সব সময় প্রতিটি কাজ তদারকি করছেন, প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন, সিদ্ধান্ত দিচ্ছেন, সিদ্ধান্ত বাস্তবায়ন মনিটরিং করছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জীবন রক্ষা এবং জীবিকার ব্যাপারে অত্যন্ত দূরদৃষ্টিসম্পন্ন এবং সময়োপযোগী সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়েছেন। মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হবো।

তিনি বলেন, এই সংকটকালে জাতির প্রত্যাশা ছিল এই দুর্যোগ মোকাবিলায় সবাই আন্তরিক এবং মানবিক হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই কঠিন সময়েও করোনা নিয়ে রাজনীতি বন্ধ হয়নি। চলছে পরস্পরের বিরুদ্ধে দোষারোপ, চলছে কাদা ছোড়াছুড়ি। কিন্তু কেন এই কাদা ড়োছুড়ি? কেন এই দোষারোপের রাজনীতি? দেশের মানুষ তো সব রাজনৈতিক নেতাকে চেনেন, তাদের জানেন, তাদের অতীত এবং বর্তমান কর্মকান্ড সম্পর্কেও দেশবাসী সজাগ আছেন।
হানিফ বলেন, মানবিক হোন, মানবতার হাত বাড়িয়ে দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন। আল্লাহর ওপর ভরসা রাখুন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ