Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী সপ্তাহে সরকারি অফিস খুলছে

সামনে ঈদ-উল-ফিতর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ মে, ২০২০, ১২:০৩ এএম

চলতি মে মাসে ঈদ-উল-ফিতরের আগে চারদিনের জন্য সরকারি বেসরকারি অফিস-আদালত খোলা থাকছে। সে হিসেবে আগামী রোববার সরকারি ও বেসরকারি অফিস খুলছে। করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত দেড় মাস ধরে অফিস-আদালত বন্ধ ছিল। আগামী ১৭ মে খুলে চলবে ২০ পর্যন্ত। এর পরে ২১ মে শব-ই-কদরের পর থেকে ২৬ মে পর্যন্ত ঈদের ছুটির ফাঁদে সারাদেশ। তবে ২৭ ও ২৮ মে অফিস আদালত খোলা থাকবে কি না এখনো সিদ্ধান্ত হয়নি। ঈদের পরে এ দু’দিন ছুটির ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন ফোনে ইনকিলাবকে বলেন, সাধারণ ছুটির মধ্যে সরকার সব দিক বিবেচনা করেই এগোচ্ছে। আগামী ১৭ মে অফিস খুলবে। এই চারদিন সাধারণ মানুষ এবং যারা চাকরি করে তারা বেতন-ভাতা তুলবেন। তিনি বলেন, ২১ মে শব-ই-কদরের বন্ধ। এর পরে ২২ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত ঈদের ছুটি রয়েছে। সেখানে ঘোষণা দেয়ার প্রয়োজন মনে করছি না।
প্রতিমন্ত্রী আরো বলেন, এ পরিস্থিতির মধ্য দিয়ে আরও কিছু দিন হয়তো যেতে হবে। ঘরে থাকাটা বাংলাদেশের জন্য না, সব দেশের মানুষের জন্যই চ্যালেঞ্জ। মানুষের যে পুঁজি সেটা শেষ। সে ক্ষেত্রে মানুষ তো বাইরে বের হয়ে কাজ করতে চাইবে। এজন্য উপায় একটা বের করতে হবে। উপায় হচ্ছে, সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা।
করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত দেড় মাস ধরে অফিস-আদালত বন্ধ রয়েছে। চলতি মাসের ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ সীমিত পরিসরে খুলে দেয়া হলেও এখনও অধিকাংশই বন্ধ। এতে প্রশাসনিক ও অন্য কাজে স্থবিরতা তৈরি হয়েছে। করোনার মধ্যেও জনসমাগমের স্থান মসজিদ, পোশাক কারখানা, দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত হলেও সরকারি অফিস খুলে না দেয়ায় প্রশ্ন তুলেছেন সেবা গ্রহীতারা।
গত রোববার প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়া অনুদান গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা কিছু কিছু সেক্টর আস্তে আস্তে খুলে দেয়া চেষ্টা করছি। কিছু জীবন-জীবিকার ব্যবস্থা যাতে মানুষ করতে পারে সেই ব্যবস্থা করছি। কারণ এটা রোজার মাস। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গৃহীত লকডাউন পরিস্থিতিতে মানুষের কষ্টের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বিশ্বের অন্যান্য দেশে করোনা মহামারী শুরুর পর বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ধীরে ধীরে রোগী বাড়তে থাকায় ১৭ মার্চ হতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আর সরকারি-বেসরকারি সব অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয় ২৬ মার্চ। সঙ্গে সঙ্গে গণপরিবহনও বন্ধ হয়ে যায়। ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ থাকে।
অফিস-আদালত বন্ধ থাকায় মানুষের ভোগান্তি দিন দিন চরম পর্যায়ে যাচ্ছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ ও মৌলিক চাহিদার বাইরে প্রয়োজনীয় সাধারণ কিছু সেবা নিতে পারছেন না মানুষ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব বলেন, যে অবস্থা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে খুব সহসাই করোনা যাচ্ছে না। স্থানীয় সরকার বিভাগ সারাদেশে বিভিন্ন প্রকল্পের কাজ চলছে। এতে প্রকল্প সংশ্লিষ্টদেরও চাপ তৈরি হয়েছে।



 

Show all comments
  • MD Rakib ১২ মে, ২০২০, ১:০১ এএম says : 0
    আলহামদুলিল্লাহ
    Total Reply(0) Reply
  • Jasmine Sultana ১২ মে, ২০২০, ১:০১ এএম says : 1
    ভয়াবহ হবে সবার জন্য
    Total Reply(0) Reply
  • A.S.N. Mehdi ১২ মে, ২০২০, ১:০২ এএম says : 0
    তাহলে কি ১৭ তারিখ থেকে সাধারণ ছুটি বাতিল হচ্ছে?নাকি সাধারণ ছুটির মধ্যেই অফিস খুলবে?
    Total Reply(0) Reply
  • Nila Nila ১২ মে, ২০২০, ১:০২ এএম says : 1
    করোনার ঝুঁকি আরো বেড়ে যাবার শংকা তৈরি হবে
    Total Reply(0) Reply
  • Sourav Bhandari ১২ মে, ২০২০, ১:০৩ এএম says : 1
    সবই ঠিক আছে স্কুলমাস্টার গুলো বেশ ভালোই আছে দেখছি কোন কাজ নেই বসে বসে মাইনে পাচ্ছে , এদেরকে দিয়ে কিছু কাজ করানো দরকার , নাহলে স্কুলমাস্টারদের মাইনে অধেক দেওয়া দরকার বাকি টাকা গরিব মানুষের মধ্যে ভাগ করে দেওয়া দরকার ।
    Total Reply(1) Reply
    • প্রসন মান্না দাস ১৩ মে, ২০২০, ১২:২২ পিএম says : 0
      বসে বসে মাইনে পাচ্ছে সেটা পুরোপুরি মেনে নিতে পারলাম না। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকান। আমি একটা বেসরকারী স্কুলে চাকরি করি। গত দুই মাস বেতন বন্ধ। স্কুল না খুললে বেতন হবে না।
  • কামাল রাহী ১২ মে, ২০২০, ১:০৩ এএম says : 1
    ক্ষতি ছাড়া লাভ কিছুই হবে না ।বিশেষজ্ঞরা এবং সরকার উভয়েই বলছেন "মে" মাসের প্রথম সপ্তাহ থেকে সংক্রমণ আরো ভয়ঙ্কর হবে আর তারাই আবার অফিস আদালত সব খুলে দিচ্ছে । বুঝতে পারছি না আমেরিকা না ইতালি হবে ।
    Total Reply(0) Reply
  • কামাল ১২ মে, ২০২০, ১:০৪ এএম says : 0
    জরুরী পরিষেবা কর্মীদের বাদ দিয়ে বাকি সকল সরকারি কর্মচারীদের বেতন কেটে নেওয়া উচিত।
    Total Reply(1) Reply
    • ..... ১৩ মে, ২০২০, ১:৩০ পিএম says : 0
      ..... দেয়া উচিত
  • কায়সার মুহম্মদ ফাহাদ ১২ মে, ২০২০, ১:০৫ এএম says : 1
    বাংলাদেশের মানুষের জন্য খুব ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।
    Total Reply(0) Reply
  • রমজান ১২ মে, ২০২০, ৪:০০ এএম says : 0
    সরকারের উচিত ছিল ঈদের পরে সাধারণ ছুটি উত্তোলন করা। তা না হলে এদেশে করোনা ভাইরাসের আক্রমনে এক ভয়াবহ রুপ ধারন করবে।
    Total Reply(0) Reply
  • Rasel Ahmed khan ১২ মে, ২০২০, ৪:৫২ এএম says : 0
    সামনের দিনগুলোতে অনেক ভয়াবহ রূপ ধারণ করবে। সিদ্ধান্তটা একইসাথে ঠিক আছে কিন্তু আবার ঠিক নয়।
    Total Reply(0) Reply
  • আল আমিন ১২ মে, ২০২০, ৮:২৩ এএম says : 0
    পরিস্থিতি সামনের দিনগুলোতে হয়তো কিছুটা ভয়াবহ হতে যাচ্ছে কিন্তু অফিস আর গণপরিবহন খোলা ছাড়া অন্য কোন উপায় নাই। মানুষ না খেয়ে অনেক কষ্টে আছে। এখন বাঁচতে হলে শরীরে ইমুউনিটি সিস্টেম বাড়াতে হবে। বাইরে চল্লে সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে।
    Total Reply(0) Reply
  • Ahasan Ali ১২ মে, ২০২০, ৯:৫৯ এএম says : 0
    ঈদের আহে অফিস খোলা মানে বিপদ বাড়ানো।
    Total Reply(0) Reply
  • Ahasan Ali ১২ মে, ২০২০, ১০:০১ এএম says : 0
    ঈদের আহে অফিস খোলা মানে বিপদ বাড়ানো।
    Total Reply(0) Reply
  • আবু জাহিদ ১২ মে, ২০২০, ১০:১৩ এএম says : 0
    এই সংবাদটির মধ্যে যে বিষয়টি উল্লেখ হয়েছে সেটা হচ্ছে সরকার ঈদের আগে ৪দিন সরকারী বে-সরকারী অফিস আদালত খোলার অনুমতি দিচ্ছে। ঐ ৪দিন যাহারা চাকুরী করেন তাহারা বেতন-ভাতা তুলবেন। বেশ ভালো হবে। তবে আমাদের দু:খ্য হচ্ছে আমরা যাহারা মালিকানা ফার্মে চাকুরী করি সেখানে সরকার ঘোষিত করোনাভাইরাসের কারণে সাধারণ ছুটির দিন গুলিতে বেতন-ভাতা কিছুই পাবো না। কিন্তু সরকার এ বিষয় কিছু নির্দেশনা জারী করলে আমরা কিছুটা উপকৃত হতাম।
    Total Reply(0) Reply
  • MD Yousuf Hossain ১২ মে, ২০২০, ১০:১৯ এএম says : 0
    অফিস খোলা মানে মহা বিপদ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ জামাল। ১২ মে, ২০২০, ১১:৩১ পিএম says : 0
    আমি মনে করি এটি সময়োপযোগী এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত। এত দিন বাসায় বন্দি থাকতে থাকতে মানুষ হাপিয়ে উঠেছে। আবার অনেকে বন্দি থাকতে থাকতে মানসিকভাবেও অসুস্থ্য হয়ে যাচ্ছে।
    Total Reply(0) Reply
  • উদয় ২১ মে, ২০২০, ৬:০৩ পিএম says : 0
    এবার ঈদে চাকরি জীবিরা গ্রামে ফিরতে পারছেনা**এতে কোনো সমস্যা হচ্ছে না*দেশের ভালো হচ্ছে কিন্তূ ঈদের ২ বা ১ দিন পর যানবাহন চলার অনুমতি দেওয়া হলে ভালো হয়।এতে সাধারণ কর্মীরা যাতায়াত করতে পারবে*চাকরীর টাকা দিয়ে জীবন নির্বাহ করবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ