Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমের বাইরে পাকা ভেতরে কাঁচা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ মে, ২০২০, ১২:০২ এএম

রাজধানীতে ফলের পাইকারি আড়ত বাদামতলীতে গত কয়েকদিন ধরে আমের সরবরাহ বেড়েছে। তবে এসব আম কতোটা পুষ্ট ও স্বাস্থ্যসম্মত তা নিয়ে সন্দেহও রয়েছে। কেমিক্যাল দিয়ে পাকানো এসব আমের বাইরে পাকা হলেও ভেতরে কাঁচা। গতকাল রোববার দুপুরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত বাদামতলী ফলের আড়তে অভিযান পরিচালনা করে কৃত্রিমভাবে পাকানো এসব আম জব্দ করে। এসময় কেমিক্যাল দিয়ে আম পাকানোর প্রমাণ পাওয়া কয়েকজন ব্যবসায়ীকে আটক করে কারাদন্ড ও জরিমানাও করা হয়।

অভিযানের র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের বিশেষজ্ঞরা। বাদামতলীর পাইকারি বাজারে বিক্রি হওয়া আম তাৎক্ষণিক পরীক্ষা-নিরীক্ষা করে তারা সেগুলোতে ক্ষতিকর কেমিকেল প্রয়োগের প্রমান পান। এসময় ২৫ মনেরও অধিক কেমিকেলযুক্ত আম জব্দ করে র‌্যাব।
এ বিষয়ে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, চলমান করোনা দূর্যোগের মাঝেই বাদামতলীর ফলের আড়তে অপরিপক্ক ও ক্ষতিকর কেমিকেল দিয়ে পাকানো আমের সন্ধান পাওয়া গেছে। কিছু অসাধু ব্যবসায়ী মুনাফার জন্য এই আম বিক্রি করছে। যেগুলো উপরে থেকে হলুদ টসটসে কিন্তু ভেতরে একেবারেই অপরিপক্ক। এসব আম ১০ থেকে ১৫ দিন গাছে থাকলেই পরিপক্ক হয়ে যেতো। এছাড়াও এখানে পঁচা খেজুরের মজুদ পাওয়া গেছে।
কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের রসায়নবিদরা বলছেন, এই আম শরীরের জন্য ক্ষতিকর। এ আম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমার পাশাপাশি পাকস্থলি স্থায়ী ক্ষতি হতে পারে। এদিকে অভিযুক্ত ব্যবসায়ীদের দাবি, তারা আমে কোনো কেমিকেল দেননি, এভাবেই এই আম এসেছে। কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম জানান, চলতি মৌসুমে আম পাড়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেয়া আছে। সেই অনুযায়ী বাজারে ২০ মে’র আগে আম আসার কথা নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ