Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় শয্যা সঙ্কট

চট্টগ্রামে আক্রান্ত দুইশ’ ছাড়াল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ মে, ২০২০, ১২:০১ এএম

বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী বলেছেন, সামনের ১০-১৫ দিন হবে ভয়াবহ। যে হারে রোগী বাড়ছে তাতে হাসপাতালে জায়গা হবে না। তিনি বলেন, ১৫০ শয্যা নিয়ে বসে না থেকে পরিস্থিতি সামাল দিতে দ্রুত প্রস্তুতি নিতে হবে। প্রয়োজনে বেসরকারি হাসপাতাল অধিগ্রহণ করতে হবে। এখনও রোগ লুকিয়ে রাখার প্রবণতা আছে, অনেকে শেষ সময়ে হাসপাতালে আসছেন। এতে সংক্রমণ আরও বাড়ছে। আক্রান্তদের হাসপাতাল বা আইসোলেশনে রাখা না হলে বিপদ বাড়বে বলেও জানান তিনি।
গত ২৪ ঘণ্টায় ১২ জনসহ এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২০৭ জন। মারা গেছেন ১৬ জন। আর সুস্থ হয়েছেন ৫২ জন। আক্রান্তদের মধ্যে মহানগরীর বাসিন্দা ১৪০, জেলার ৬৭ জন। এদিকে করোনার জন্য একশ’ শয্যার হলি ক্রিসেন্ট হাসপাতাল প্রস্তুত করা হলেও মাসে তিন কোটি টাকা পরিচালনা ব্যয় প্রস্তাব মন্ত্রণালয়ে আটকে আছে। রেলওয়ে হাসপাতাল এখনও প্রস্তুত হয়নি। জেনারেল হাসপাতাল ও বিআইটিআইডিতে চলছে চিকিৎসা।

জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব বলেন, শনিবার আট জনসহ এ পর্যন্ত ৫২ জন সুস্থ হয়েছেন। আরও ৪৪ জন চিকিৎসাধীন। ১০ শয্যার আইসিইউসহ এ হাসপাতালে করোনার শয্যা মাত্র ১১০টি। রোগী যেভাবে বাড়ছে তাতে সেখানে ঠাঁই হবে না।
উপসর্গ নিয়ে চমেক হাসপাতালে মারা যাওয়া পাহাড়তলীর বাসিন্দা নুরুল আলমের (৬৫) করোনা পজেটিভ পাওয়া গেছে। বৃহস্পতিবার তিনি মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ