পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের সম্পদশালী ব্যবসায়ীসহ সর্বস্তরের (যাকাত যার উপর ফরজ) ব্যক্তিদের যাকাত আদায় করার আহবান জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব। একই সাথে তিনি মুসলিম দেশগুলোকে অর্থনৈতিকভাবে অস্বচ্ছল মুসলমানদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে আরো বেশি কাজ করার আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।
তিনি বলেন, যাকাত ইসলামের ৫ স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। পবিত্র কুরআনে মহান আল্লাহ নামাজ আদায়ের সাথে সাথে যাকাত আদায়ের নির্দেশনা দিয়েছেন। বিত্তশালীদের একটি অংশ যাকাত প্রদানে গড়িমসি করে। অনেকে যাকাত প্রদানের নামে শাড়ি-লুঙ্গি বিতরণের লোক দেখানো আয়োজন করে। মনে রাখতে হবে, যাকাত যদি কুরআনে বর্ণিত প্রকৃত হকদারদেরকে না দিয়ে অন্য কাজে ব্যবহার করা হয়, তাহলে যাকাত আদায় হবে না। কাজেই এই ব্যাপারে যাকাতদাতাদের অবশ্যই সর্তক থাকতে হবে।
তিনি জোর দিয়ে বলেন, ধনী মুসলিম দেশগুলো দরিদ্র দেশগুলোর চেয়ে ২০০ গুণ বেশি সমৃদ্ধ। কিন্তু এসব ধনী মুসলমান দেশগুলো যদি তাদের সঠিকভাবে যাকাতের অর্থ বন্টন করে, তবে কোনো মুসলিম দেশ দারিদ্রের শিকার হবে না। শুধু যাকাতের অর্থ দিয়েই বাংলাদেশসহ মুসলিম বিশে^ দারিদ্র বিমোচন সম্ভব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।