পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কুষ্টিয়ার খোকসায় অগ্নিকান্ডে পাঁচ দোকান পুড়ে গেছে। শুক্রবার ভোরে উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রাম বাজারে এ আগুন লাগে। আগুন নেভানোকালে অপ্রীতিকর ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন, সাইদুল ইসলাম ও মেজবা উদ্দিন। তারা দুজনেই খোকসা উপজেলার ভবানীগঞ্জ পুলিশ ক্যাম্পে কর্মরত।
অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকানগুলো হলো-রাব্বি টেইলার্স, হাবিব কসমেটিকস, হাজরা ড্রাগ হাউজ, পিয়ারুল স্টোর (মুদি দোকান), তহুরা স্টোর (সার ও মুদি দোকান)। স্থানীয়রা অভিযোগ করে জানায়, ভোরে বনগ্রাম বাজারে রাব্বি ক্লথ এন্ড টেইলার্স এ আগুন লাগে। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে পার্শ¦বর্তী চারটি দোকানে। এরপর সবাই আগুন নেভাতে চেষ্টা করে। এ সময় পুলিশ এসে তাদের ওপর লাঠিচার্জ করলে উত্তেজিত জনতা পুলিশের ওপর চড়াও হয়। এতে ওই দুই পুলিশ সদস্য আহত হন।
অপরদিকে খবর পেয়ে খোকসা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে লকডাউনের কারণে গণজমায়েত কমাতে গিয়ে হামলার শিকার হন বলে দাবি দুই পুলিশ সদস্যের।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম জানান, খোকসা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে অগ্নিকান্ডের ঘটনায় সাধারণ মানুষের সঙ্গে ধাক্কাধাক্কিতে দুই পুলিশ সদস্য আহত হন বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।