পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সাংবাদিক, লেখক ও কার্টুনিষ্ট গ্রেফতার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ হচ্ছে কেবলমাত্র গণমাধ্যমের কন্ঠরোধের জন্য। অযৌক্তিক তুচ্ছ কারণে সাংবাদিক লেখক ও শিল্পী গ্রেফতারে সরকার বেশি উৎসাহী। বিদ্যমান করোনা সংকট মোকাবেলা এখন গৌন হয়ে গেছে। সরকারের অস্তিত্ব রক্ষা মূল কাজে পরিনত হয়েছ। করোনা ভাইরাস মোকাবেলার চেয়েও গণমাধ্যম দমন প্রাধান্য পাচ্ছে। এটাই এখন সরকারের প্রধান এজেন্ডা।
ভাবমূর্তি বিনষ্ট করার অভিযোগে সাংবাদিক গ্রেফতারের পূর্বে সরকার একটু বিবেকের আশ্রয় নিলে বুঝতে পারতো মধ্যরাতের নির্বাচন আর অপশাসনে সরকারের ভাবমূর্তি উধাও হয়ে গেছে অনেক আগেই। সরকারের উপর জনগণের কোন সম্মতি বা সমর্থন নাই। সরকার প্রজাতন্ত্রের প্রতিনিধিত্ব করেনা। সুতরাং সরকার বৈধতার সংকট পাড়ি দিতে গণমাধ্যমের উপর নিপীড়ন চালাচ্ছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম নেয়া রাষ্ট্রকে গনবিরোধী রাষ্ট্রে পরিণত করেছে। সরকারের পাপ অনেক বেড়ে গেছে। সুতরাং সরকারকেই এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে।
তিনি অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং গ্রেফতারকৃত সাংবাদিক লেখক কার্টুনিষ্টের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।