Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারা কর্তৃপক্ষকে পিপিই প্রদান করলেন আজম জে চৌধুরী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ মে, ২০২০, ৮:১৯ পিএম | আপডেট : ৯:৩৮ পিএম, ৬ মে, ২০২০

করোনা মহামারী পরিস্থিতিতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কারা কর্তৃপক্ষকে বুধবার (৬ মে) ওমেরা গ্যাস ওয়ান লিমিটেড এবং ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের পক্ষ থেকে এক হাজার পার্সোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) প্রদান করেছেন আজম জে চৌধুরী। কারা অধিদফতরের আইজি এ কে এম মোস্তফা কামাল পাশার হাতে পিপিইগুলো তুলে দেয়া হয়। ওমেরা গ্যাস ওয়ান লিমিটেড এবং ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড বসতবাড়ি, শিল্প-কারখানা ও গ্যাস স্টেশনগুলোতে গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহের জন্য কাজ করে যাচ্ছে। এছাড়া কোম্পানি দুটি এলপিজি’র নিরাপদ ব্যবহারসহ করোনা ভাইরাসের বিরূদ্ধে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ