Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ বুদ্ধপূর্ণিমা

নিজ নিজ বাসায় পালনের আহ্বান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ মে, ২০২০, ১২:০২ এএম

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা আজ বুধবার। এদিনে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ ঘটেছিল। মহামারি করোনাভাইরাসের কারণে এবার এই উৎসব পালিত হবে নিজ নিজ বাড়িতে। এই সিদ্ধান্ত নিয়েছে দেশের শীর্ষ বৌদ্ধ সংগঠনগুলো। গতাকাল মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশের জন্য পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিন্ধান্তের কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাস কোভিড-১৯ বিশ^ব্যাপী মরণঘাতি হিসেবে দেখা দিয়েছে। আমাদের প্রিয় মাতৃভ‚মি বাংলাদেশও এ ভাইরাসে আক্রান্ত। এ কারণে সরকার ঘোষিত লকডাউনের আওতায় সামাজিক দূরত্ব বজায় রাখতে আন্তজার্তিক বৌদ্ধ বিহার, মেরুল বাড্ডা, ঢাকায় কোন রকম শুভ বুদ্ধ পূর্ণিমার আনুষ্ঠানিক কর্মসূচী পালন করা হবে না। শুধু মাত্র বৌদ্ধ বিহারে অবস্থানরত ভিক্ষুসংঘরা বিহারে ধর্মীয় অনুষ্ঠান, পূজা, বন্দনাসহ ধর্মীয়কার্য সমাধা করবেন। ভক্তবৃন্দ, উপাসক-উপাসিকাগণ নিজ নিজ বাড়িতে অবস্থান করে ধর্মীয় কার্য প্রতিপালন করবেন। আমরা নিজ নিজ বাড়িতে ধর্মীয় কার্য সম্পাদন করে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান ও প্রিয় মাতৃভ‚মিকে করোনাভাইরাস মুক্ত রাখবো।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভগবান বুদ্ধের আহ্বান অনুযায়ী আমরা করোনাকালিন হতদরিদ্র মানুষের পাশের্^ দান হস্ত প্রসারিত করবো। সে সাথে দেশের সার্বিক মঙ্গল ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করবো যেন দেশকে আরো অধিক সেবা প্রদান করতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ