Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

বেসরকারি মেডিকেল কলেজে বোনাস না দেয়া দুঃখজনক-ড্যাব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ মে, ২০২০, ৭:৫৮ পিএম

বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ মালিক সমিতি জানিয়েছে করোনাকালীন সময়ে শিক্ষক, চিকিৎসক ও অন্যান্য স্টাফদের ঈদুল ফিতরের বোনাস দেয়া হবে না। সমিতির এই সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনটির সভাপতি প্রফেসর ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম এক যৌথ বিবৃতিতে বলেন, এ ধরণের সিদ্ধান্ত অসম্মানজনক, অসৌজন্যমূলক, হঠকারী। সমগ্র বাংলাদেশের চিকিৎসকগণ যখন বিশ^ মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় নিরলসভাবে কাজ করছে তখন বেসরকারী মেডিকেল কলেজ মালিক সমিতির এই ধরনের সিদ্ধান্ত অনভিপ্রেত, দুঃখজনক। তারা অনতিবিলম্বে বেসরকারী মেডিকেল কলেজ মালিক সমিতিকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবী জানিয়েছেন। অন্যথায় চিকিৎসক সমাজকে সাথে নিয়ে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ এই ধরনের হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহারে বাধ্য করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ