Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি নেতা বকুলের উদ্যোগে ৬ ওয়ার্ডে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ মে, ২০২০, ৫:৪৭ পিএম

করোনা সংক্রমণে লকডাউনে মহানগরী খুলনার নিম্ন আয়ের মানুষের জন্য ধারাবাহিকভাবে ত্রাণ বিতরণ করে যাচ্ছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।
মঙ্গলবার দুপুর ১২টায় কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের পৃষ্ঠপোষকতায় এবং ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসান উল্লাহ বুলবুলের সভাপতিত্বে তার নির্বাচনী আসন খুলনা-৩ এর ১০নং ওয়ার্ডের দুই শতাধিক দুস্থ, অসহায়, কর্মহীন, গৃহবন্দী পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। তারা বলেন, খুলনা-৩ আসনের বিএনপির অভিভাবক রকিবুল ইসলাম বকুলের দিকনির্দেশনায় ও সার্বিক সহযোগিতায় এই দূর্যোগে আমরা ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছি। খালিশপুর থানার ৯টি ওয়ার্ডের ভেতর ৬টি ওয়ার্ডের দুস্থদের মাঝে আমরা ত্রাণসামগ্রী পৌছে দিয়েছি। অচিরেই বাকি ৩টি ওয়ার্ডেও ত্রাণসামগ্রী পৌছে যাবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনঃ খালিশপুর থানা বিএনপির সভাপতি এ্যাড. ফজলে হালিম লিটন, খুলনা মহানগর বিএনপির সহ সভাপতি স ম আব্দুর রহমান, সাবেক কাউন্সিলর জাহিদুর রহমান, দৌলতপুর থানা বিএনপিসাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, শাহিনুল ইসলাম পাখি, আবুল কালাম জিয়া, এ্যাড. মোঃ আলি বাবু, আব্দুর রহমান ডিনো, ইমতিয়াজ আলম বাবু, শেখ গফুর আহমেদ, লিটন খান, শেখ ফারুক আহমেদ, নুরে আব্দুল্লাহ, নিঘাত সীমা, বিউটি আক্তার, সৈয়দ মেহেদী মাসুদ সেন্টু, সাইফুল ইসলাম সান্টু, মোঃ নাজমুল হোসেন বাবু, শাকিল আহমেদ, শামসুল হক, শামসুজ্জোহা ডিয়ার, মেহেদী হাসান, নুর ইসলাম, শেখ গোলাম মোস্তফা, মফিজুর রহমান, সিরাজুল ইসলাম, মনিরুজ্জামান মিন্টু, তুহিন খন্দকার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ত্রাণ বিতরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ