পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাবি সমাজকল্যাণ এলামনাই ফোরামের উদ্যোগে ৫ জেলায় রমজানের উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। জেলাগুলো হলো : কুমিল্লা, নেত্রকোনা, জামালপুর নারায়নগঞ্জ ও ফেনী। এ কর্মসুচিতে পৃষ্ঠপোষকতা করেন ফোরামের সভাপতি, বিশিষ্ট কলামিস্ট প্রকৌশলী নওশাদুল হক।
জানা যায়, কুমিল্লায় ফোরামের দপ্তর সম্পাদক আনিসুর রহমান মীরের নেতৃত্বে মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামসহ আশে পাশের কয়েকটি গ্রামে লোকের বাড়ি খোঁজে খোঁজে রাতের আধারে উপহার সামগ্রীগুলো বিতরণ করা হয়েছে।
জানা যায়, নেত্রকোনার মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের খোকন মিয়ার স্ত্রী কবিতা আক্তার, স্বামী ও তিন মেয়ে নিয়ে তার সংসার। স্বামী শারিরীক অসুস্থতার কারণে কোনো রকম কাজ করতে পারে না। অন্যের বাড়িতে কাজ করতে গেলেও করোনার কারণে তাকে নিষেধ করা হয়। জাহাঙ্গীরপুর টি আমিন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তার কবিতার জীবিকা নির্বাহের বিষয়টি ঢাবি সমাজকল্যাণ এলামনাই ফোরামের সাধারণ সম্পাদক জুবায়দুর রহমান কে জানালে তিনি বৃহস্পতিবার বিকালে এ পরিবারের জন্য এক মাসের খাদ্য ও ইফতার সামগ্রী তার বাড়িতে পৌঁছে দেন।সৌরভ এমন অনেক পরিবারকে খাদ্য ও ইফতার সামগ্রী দেন মদন উপজেলায়।
ফেনীতে ফোরামের সাংস্কৃতিক সম্পাদক তন্বীর নেতৃত্বে কর্মহীন মানুষের মাঝে রমজানের উপহার সামগ্রী পৌছে দেয়া হয়। জামালপুরে ফোরামের যুগ্ম সম্পাদক ওয়ারেছ আলীর নেতৃত্বে অসহায় গরীব মানুষের তালিকা করে তাদের দ্বারে দ্বারে উপহার সামগ্রীগুলো পৌঁছে দেয়া হয়। রাজধানীর পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে ফোরামের প্রেসিডিয়াম মেম্বার মোহাম্মদ আবদুল অদুদের নেতৃত্বে তালিকা অনুযায়ী উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয় সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়ায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।