Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা হটস্পটে গার্মেন্ট চালু করায় শ্রমিকেরা মৃত্যুর ঝুঁকিতে-বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মে, ২০২০, ১২:০৩ এএম

গার্মেন্টস শ্রমিকদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় গভীর উদ্বেগ-উৎকন্ঠা প্রকাশ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। গতকাল দলের রাজনৈতিক পরিষদের পক্ষ থেকে এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয় গার্মেন্টস মালিকেরা যেন শ্রমিকদেরকে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিয়েছে। করোনা সংক্রমনের হটস্পটগুলোতে অপরিকল্পিত ও স্বেচ্ছাচারীভাবে গার্মেন্টস কারখানা চালু করে লক্ষ লক্ষ শ্রমিককে মৃত্যু ঝুঁকির মধ্যে নিক্ষেপ করা হয়েছে। ইতিমধ্যে কেবল ঢাকাতেই ৪০ জনের বেশি গার্মেন্টস শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন।
এতে বলা হয় অধিকাংশ গার্মেন্টস কারখানাতেই সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুযায়ী ব্যক্তিগত সুরক্ষার কোন ব্যবস্থা নেই। কারখানাসমূহের অভ্যন্তরে শারীরিক দূরত্ব বজায় রাখারও কোন পরিবেশ নেই। বিবৃতিতে বলা হয়, এই অবস্থায় গার্মেন্টস শ্রমিকদের জীবনাশংকা দেখা দিলে তার দায়দায়িত্ব মালিক ও সরকারকেই বহন করতে হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ