পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম এক বিবৃতিতে বলেছেন, একটি মহল নামাজ নিয়ে উপহাস শুরু করেছে। টিভি চ্যানেলে নামাজ সম্প্রচার করে বাসা-বাড়ি থেকে তা অনুসরণ করার কথা বলে মানুষকে ঈমান হারা করার চক্রান্ত করছে। অবিলম্বে টিভি চ্যানেলে নামাজ সম্প্রচার বন্ধ করতে হবে।
তিনি বলেন, মহামারী করোনা ভাইরাসের কারণে মসজিদে সীমিত সংখ্যক মুসল্লি নিয়ে নামাজ চালু করার পর টিভিতে সম্প্রচার করে বাসা-বাড়িতে নামাজের ইক্তেদা করা হলে তা কোনোভাবেই সহীহ ও জায়েজ হবে না।
মাওলানা ইমতিয়াজ আলম বলেন, সম্প্রতি কোনো কোনো টিভি চ্যানেলে তারাবিহ নামাজ সম্প্রচারের মাধ্যমে ইমাম সাহেবকে অনুসরণ করে নিজ নিজ বাসা-বাড়িতে তারাবিহ নামাজ আদায় করার বিষয়ে জনমনে চরম বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। অবিলম্বে এ ধরণের ভন্ডামী বন্ধ না করলে ঈমানদার জনতা সংশ্লিষ্ট টিভি চ্যানেল ঘেরাও করতে বাধ্য হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।