পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই পুলিশ সদস্যসহ গতকাল ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকায় ২, কুমিল্লা, বরিশাল, টাঙ্গাইলের মির্জাপুর ও কুলিয়ারচরে একজন করে। এনিয়ে গত দু‘দিনের ডিএমপির ৩ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা : করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে নিজের দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ডিএমপির আরও দুই সদস্য। তারা হলেন- ডিএমপির পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণের এএসআই আব্দুল খালেক(৩৬) এবং ট্রাফিক উত্তরের এয়ারপোর্ট এলাকার কনস্টেবল আশেক মাহমুদ(৪২)। গত বুধবার দিবাগত রাতে তারা মারা যান। এরমধ্যে এএসআই আব্দুল খালেক করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে ছিলেন এবং আশেক মাহমুদ রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ডিএমপির পুলিশ অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) যুগ্ম কমিশনার আব্দুল মালেক দৈনিক ইনকিলাবকে জানান, প্রাথমিকভাবে করোনার উপসর্গ দেখা দেবার পর আব্দুল খালেককে মতিঝিল আরামবাগে একটি হোটেলে প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে নেয়া হয়। গত বুধবার তার করোনার পরীক্ষার স্যাম্পল পাঠানো হয়। পরে বুধবার বিকেল থেকে আব্দুল খালেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হচ্ছিল না। পরে গিয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেবার পর রাত সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসকমৃত ঘোষণা করেন। পরীক্ষার রিপোর্ট অনুযায়ী তার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলেও জানান তিনি।
সহকর্মীরা জানিয়েছেন, শান্ত, বিনয়ী, দায়িত্বপরায়ন ও কর্তব্য পালনে নিরলস, নিরাহংকার, সদা হাস্যোজ্জল স্বভাবের ছিলেন এএসআই আব্দুল খালেক। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্যক আত্মীয়-স্বজন রেখে গেছেন। আব্দুল খালেকের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামে। তার বাবার নাম আজিম উদ্দিনমৃধা।
ডিএমপির ট্রাফিক উত্তরের সহকারী কমিশনার (এসি-অ্যাডমিন) বদরুল হাসান জানান, ট্রাফিক উত্তরের এয়ারপোর্ট এলাকায় কর্মরত কনস্টেবল আশেক মাহমুদ রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে মারা গেছেন। করোনা উপসর্গ দেখা দেবার পর তাকে সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজের পুলিশ তত্ত¡াবধানের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। গত ২৬ এপ্রিল করোনার স্যাম্পল পরীক্ষা করা হয়। পরদিন অর্থাৎ ২৭এপ্রিল তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বুধবার তার অবস্থার অবনতি হলে রাজারবাগ পুলিশ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে বুধবার রাত সাড়ে ১০টায় তারমৃত্যু হয়। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ইন্দ্রাবাড়ি গ্রামে। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
কুমিল্লা : কুমিল্লার দেবিদ্বারে করোনায় আক্রান্ত হয়ে সুকুমার চন্দ্র দে নামে একজন হোমিও চিকিৎসক বৃহস্পতিবার সকালে মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা ভাইরাস পজিটিভ এক রোগীর (৫০) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে হাসপাতালের করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়। মৃতের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী এলাকায় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।
মির্জাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মির্জাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেনু বেগম (৫৫) নামে এক নারীরমৃত্যু হয়েছে। গত বুধবার দিবাগত রাত ১টার দিকে তিনি ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল সকালে এই তথ্য নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম। নিহত রেনু বেগম উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামেরমৃত এমারত হোসেনের স্ত্রী।
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) : গতকাল সকাল আটটায় কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়েেনর মাতুয়ারকান্দা গ্রামের করোনা ভাইরােেস আক্রান্ত হয়ে নিজ বাড়িতে আইসোলেসনে থাকা বৃদ্ধ মস্তুফা মিয়া (৬০) ইন্তেকাল করেছেন। তার পিতার নাম হাবিবুর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।