Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওষুধের দোকানের সামনেই লুটিয়ে পরলেন তিনি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২০, ৮:০৩ পিএম

ওষুধ কিনতে এসে দোকানের সামনে লুটিয়ে পড়লেন এক ক্রেতা। জ্ঞান হারান। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে আজ দুপুরে ঢাকার ভাটারা থানার ১০০ফিট রোড এলাকার বিগ ফার্মা এন্ড ডিপিার্টমেন্টাল স্টোরের সামনে।

ফার্মেসীর সামনে অজ্ঞান হওয়ার পর তাৎক্ষণিকভাবে খবর পেয়ে তাকে উদ্ধার উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ব্যক্তির নাম আব্দুর রশীদ। তিনি নিরাপত্তকর্মী হিসেবে কাজ করতেন। এ বিষয়ে ফার্মেসীর বিক্রেতা হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, তখন প্রায় দুপুর। হঠাৎ মধ্য বয়সী ওই ব্যক্তি এসে একটি একটি প্রেসক্রিপশন দিয়ে ওষুধের দাম জানতে চান। হৃদরোগের ওই ওষুধগুলো দেখে মূল্য হিসাব করছিলেন হুমায়ুন কবির। ওই সময়ে মাথা ঘুরে ওই ব্যক্তি নিচে পড়ে যান। ধারণা করা হয়, তাৎক্ষণিকভাবেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ভাটারা থানার পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান বলেন, মৃত আব্দুর রশিদের বাড়ি চাপাইনবাবগঞ্জের নাচোলে। তিনি সাতারকূলের ইউনাইটেড সিটির একজন নিরাপত্তাকর্মী। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। আজ সকালেও তিনি ডাক্তার দেখিয়েছেন। তার আগে ২০ শে মার্চ হৃদরোগের ডাক্তারের কাছে গিয়েছিলেন তিনি।



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ২৯ এপ্রিল, ২০২০, ৯:১৩ পিএম says : 0
    মর্মান্তিক ঘটনা। মানুষ কখন কিভাবে কোথায় মৃত্যু বরন করেন এটা বলা যায়না। জীবন বাচানোর জন্যেই তিনি এসেছিলেন ঔষধ কিনতে আর সেই সময়ই তিনি চলে গেলেন না ফেরার দেশে। ইন্নালিল্লাহে অইন্নালিল্লাহে রাজিউন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ