পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় অধ্যাপক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সালমান এফ রহমান বলেন, আমি জেনে অত্যন্ত মর্মাহত হয়েছি যে, জাতীয় অধ্যাপক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, একুশে পদকপ্রাপ্ত স্বনামধন্য প্রকৌশলী ড. জামিলুর রেজা চৌধুরী ২৮ এপ্রিল, মঙ্গলবার ভোররাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর আকস্মিক মৃত্যতে আমি গভীর দুঃখ ও শোক প্রকাশ করছি। তিনি একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তি ছিলেন এবং আমার সাথে তাঁর হৃদ্যতাপূর্ণ ও আন্তরিক সম্পর্ক ছিল। তাঁর আকস্মিক মৃত্যু দেশ ও জাতির জন্য একটি অপূরণীয় ক্ষতি হলো। শোক বার্তায় তিনি বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী ড. চৌধুরী ছিলেন একজন কর্মপ্রাণ মানুষ এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তিত্ব। সারাজীবন তিনি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
অনেক গুরুত্ত্বপূর্ণ সরকারী বৃহৎ প্রকল্প বাস্তবায়নে তিনি নিজের যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়োজিত করেছিলেন। বাংলাদেশে কম্পিউটার তথা আইসিটি শিক্ষা জনপ্রিয় ও কার্যকর করার অন্যতম একজন পতিকৃৎ ছিলেন ড. চৌধুরী। তিনি তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনে অত্যন্ত নিষ্ঠাবান এবং সদা তৎপর ছিলেন। ১৯৯৬ সালের তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে তিনি সফলভাবে দায়িত্ব পালন করেছিলেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী ড. চৌধুরীরর নাম বাংলাদেশের শিক্ষা, উন্নয়ন ও অগ্রযাত্রার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি তাঁর কাজের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পরিসরে অনেক স্বীকৃতি পেয়েছেন। ২০১৭ সালে তিনি মহান একুশে পদকে ভূষিত হন। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক ও গভীর সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহ তা’আলা তাদেরকে এই শোক সইবার জন্য প্রয়োজনীয় ধৈর্য্য ও শক্তি প্রদান করুন। মহান আল্লাহ তা’আলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।