পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সরকারের কাছে পাওনা বিজ্ঞাপনের বিল পত্রিকাসহ সব গণমাধ্যমকে পরিশোধের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত রোববার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ছাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগসহ অনেক মন্ত্রণালয় এ চিঠি পেয়ে বলে জানা গেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক উচ্চপর্যায়ের কর্মকর্তা জানিয়েছেন সরকারের ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগের সব সচিবকে এ চিঠি ইতিমধ্যে পাঠানো হয়েছে। চিঠিতে বিল পরিশোধের বিষয়টি যেন মন্ত্রিপরিষদকে অবহিত করা হয় সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল গাফ্ফার খান ইনকিলাবকে বলেন, কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী গণমাধ্যমের বিজ্ঞাপন বিল পরিশোধে সকল মন্ত্রণালয় ও বিভাগকে একটি নির্দেশনা আমাদের এখান (মন্ত্রিপরিষদ বিভাগ) থেকে পাঠানো হয়েছে।
তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনার কারণে লকডাউন পরিস্থিতিতে গত রোববার আনুষ্ঠানিকভাবে সীমিত পরিসরে সচিবালয় খোলা হয়। ওই দিন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ মন্ত্রণালয়ের সচিবসহ উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে একজন কর্মকর্তা পত্রিকাসহ সব গণমাধ্যমের বিজ্ঞাপন বিল পরিশোধে সব মন্ত্রণালয়কে তাগিদ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামকে ফোন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠানো হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ চিঠিতে উল্লেখ করা হয় বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে যে বিভিন্ন গণমাধ্যম সরকারের অনেক মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের কাছে বিজ্ঞাপন বাবদ বিল পায়। করোনা পরিস্থিতির কারণে সরকারি দপ্তর বন্ধ থাকায় অনেক বিল জমা হয়ে গেছে। এ সময় জরুরি কাজের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ গণমাধ্যম খাতের আর্থিক কার্যক্রম চালাতে সমস্যা হচ্ছে। এমন অবস্থায় সব সরকারি প্রতিষ্ঠান যেন তাদের কাছে বকেয়া থাকা পত্রিকা ও অন্য সব গণমাধ্যমের বিল পরিশোধ করে।
মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ্্ কামাল ইনকিলাবকে বলেন, আমাদের মন্ত্রণালয়ের কোনো বিজ্ঞাপন বিল বকেয়া নেই। মন্ত্রণালয়ের অধীন কোনো অফিসের যদি বকেয়া বিল থাকে তাহলে পরিশোধের নির্দেশ দেব।
স্থাণীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ ইনকিলাবকে বলেন, চিঠি পেয়েছি। তবে আমরা এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেব। শুধু আমাদের মন্ত্রণালয় নয়, আমাদের মন্ত্রণালয়ের অধীনে যত দপ্তর, সংস্থা আছে সকল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বিল পরিশোধে নির্দেশ দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।