Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

বিকাশে পরিশোধ হবে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডের বিল

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২০, ৭:৫৪ পিএম

এখন থেকে বাংলাদেশে ইস্যুকৃত সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডের মাসিক বিল খুব সহজেই যে কোনো সময় যে কোনো স্থান থেকে বিকাশ অ্যাপ দিয়ে পরিশোধ করা যাবে। এর ফলে ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে কিংবা কাউকে না পাঠিয়ে বিকাশ অ্যাপের মাধ্যমেই সুবিধাজনক সময় ও স্থান থেকে নির্ধারিত তারিখের মধ্যেই ক্রেডিট কার্ডের বিল পরিশোধের সুযোগ তৈরি হল। বিশেষ করে কোভিড-১৯ এর এই বিশেষ পরিস্থিতিতে সীমিত ব্যাংকিং সময়ের মধ্যে ব্যাংকে যাওয়ার ঝুঁকি নিতে হবে না গ্রাহককে। বিকাশের এই সেবাটি ব্যবহার করে সামাজিক দুরত্ব বজায় রেখে নিরাপদে ঘরে বসেই ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারবেন তারা। তাছাড়া এই সেবাটি ব্যাংক কাউন্টারের ওপর বাড়তি চাপ কমাতেও সহায়তা করবে।

আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডের বিল পরিশোধের ক্ষেত্রে গ্রাহকরা যে কোনো পরিমাণ বিল বাংলাদেশি টাকায় পরিশোধ করতে পারবেন।

কয়েকটি সহজ ধাপে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা যাবে। বিকাশ অ্যাপের পে-বিল আইকনে অথবা সাজেশন বক্স থেকে সরাসরি অ্যামেক্স ক্রেডিট কার্ড বিল অপশনে ক্লিক করেই বিল দেয়ার প্রক্রিয়া শুরু করতে পারবেন গ্রাহক। এরপর ক্রেডিট কার্ড নম্বর, বিলের পরিমান এবং বিকাশ পিন দিয়ে প্রক্রিয়া শেষ করতে হবে।

এই বিল পরিশোধ সেবায় ১ শতাংশ চার্জ প্রযোজ্য হবে। তবে ২৬ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত বিকাশের বিশেষ অফারের আওতায় গ্রাহকরা পরিশোধিত বিলের পরিমাণের উপর ১ শতাংশ ক্যাশব্যাক পাবেন, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত। ফলে অনেক গ্রাহকেরই চার্জ এর খরচ বেঁচে যাবে ক্যাশব্যাক এর মাধ্যমে। আরও জানতে গ্রাহকরা ভিজিট করতে পারেন https://www.bkash.com/amex_paybill ওয়েবসাইটে।

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, “কোভিড-১৯ -এর কারণে সৃষ্ট এই জরুরী পরিস্থিতিতে ঘরে অবস্থান করা ও লেনদেন যতটা সম্ভব স্পর্শবিহীন করা দরকার। বিকাশ অ্যাপে ক্রেডিট কার্ডের বিল পরিশোধের এই সেবাটি সহজ, নিরাপদ, ঝামেলাহীন ডিজিটাল লেনদেনকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এই সময়ে উভয়েরই বিশাল গ্রাহকগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ভূমিকা রাখবে। এছাড়া ভবিষ্যতে গ্রাহকদের জন্য আরও নতুন নতুন সেবার পথ উন্মুক্ত করবে।“

সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাশরুর আরেফিন বলেন, "আমরা এক দশকেরও বেশি সময় ধরে একনিষ্ঠভাবে বাংলাদেশী গ্রাহকদের আমেরিকান এক্সপ্রেস কার্ড সেবা দিয়ে আসছি। আশা করি, বিকাশের সাথে এই অংশীদারিত্বের ফলে আরও বেশি সংখ্যক গ্রাহক সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস কার্ড ব্যবহার করতে আগ্রহী হবেন এবং আগামী দিনগুলোতে ডিজিটাল লেনদেনের সুযোগ আরও বিস্তৃত হবে।”

বর্তমানে দেশে ৪ লাখ আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড গ্রাহক রয়েছেন যারা এখন থেকে ২৪ ঘন্টাই যে কোনো স্থান থেকে তাদের সুবিধাজনক সময়ে এই সেবা পাবেন।

ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানি ইন মোশন, বিশ্ব ব্যাংক গ্রুপের অর্ন্তগত ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ট ফিনান্সিয়াল এর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বিকাশ, ২০১১ সাল থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ধরনের ডিজিটাল আর্থিক সেবা দিয়ে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ