Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবিলম্বে সাগরে ভাসমান রোহিঙ্গাদের উদ্ধার করুন-আল্লামা নূর হোসাইন কাসেমী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২০, ৭:২৫ পিএম

বঙ্গোপসাগরের কাছে ভাসমান দু’টি নৌকায় জীবনহানির মুখে পড়া পাঁচ শতাধিক রোহিঙ্গা মুসলমানের প্রতি প্রতিবেশী দেশসমূহ ও ওআইসি’র নির্লিপ্ততায় গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।
এক বিবৃতিতে তিনি বলেন, অবিলম্বে সাগরে ভাসতে থাকা রোহিঙ্গাদের উদ্ধার ও পুনর্বাসনে ওআইসিসহ মুসলিম নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে।
আল্লামা কাসেমী বলেন, আরাকানের বিপুল সংখ্যক রোহিঙ্গা মুসলমান আবারও গভীর সমুদ্রে জীবনহানির গুরুতর সঙ্কটে পড়েছেন। বিশ্বের কোন দেশ ও আন্তর্জাতিক সংস্থা কার্যকরভাবে তাদের সুরক্ষায় এগিয়ে আসছে না।
তিনি বলেন, পবিত্র রমজান মাসে বিশ্বের এক অঞ্চলে এমন গণমৃত্যুর মুখে থাকা মুসলমানদের রক্ষায় অন্যান্য মুসলিম প্রধান দেশগুলোর নেতৃবৃন্দের দায়িত্ব রয়েছে আমরা মনে করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ