Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিস্তব্ধ নীরবতা বাড়িয়েছে

রাজধানীতে টানা বৃষ্টি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২০, ১২:০৩ এএম

করোনার প্রভাবে ঢাকার সব দোকানপাট প্রায় বন্ধ। রাস্তাঘাটও ফাঁকা। অনেকটা জনমানবশূন্য এ শহরে আরও বেশি নিস্তব্ধ নীরবতা এনেছে দুই ঘণ্টা চলা মাঝারি মাত্রার বৃষ্টি।

গতকাল রোববার দুপুর দেড়টা থেকে শুরু। একটানা বিকাল ৪টা পর্যন্ত ঝরছিল। কখনও হালকা আবার কখনও মাঝারি মাত্রার এ বৃষ্টি রোজাদারদের মাঝে স্বস্তি অন্যদিকে করোনাতেও স্বস্তি বলে মনে করছেন কেউ কেউ।

গ্রীষ্মের দাবদাহে রোজা রাখা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন অনেকেই। তবে প্রথম রমজান থেকে বৃষ্টির এমন অঝোর ধারা স্বস্তির অনুভূতি এনে দিয়েছে রোজাদারদের মনে। অনেকে আবার মনে করছেন, এ বৃষ্টি প্রভাব ফেলবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। সহজ যুক্তি, বৃষ্টিতে তো বের হওয়া যাবে না। দুপুরে বৃষ্টির আগেও রাস্তায় মানুষজনের জটলা দেখা গেলেও টানা বৃষ্টিতে বেলা ২টার আগেই সবাই ঘরে ফিরতে বাধ্য হয়। বিকালে তাই প্রতিদিনের মতো মানুষজনকে ঘরের বাইরে তেমন একটা দেখা যায় নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ