Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীমিত পরিসরে খুলেছে ফায়ার সার্ভিসের সব দফতর

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২০, ৪:১২ পিএম

করোনার ব্যাপকতার মধ্যে সাধারণ ছুটি বাড়ানো হয়েছে। তবে জরুরি সেবার সব অফিস খুলেছে। খুলেছে জরুরি সেবা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের আওতাধীন বিভাগ ও জেলাপর্যায়ে দফতর সীমিত পরিসওে খোলা হয়েছে। গতকাল রোববার ফায়ার সার্ভিস সদর দফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস মোকাবিলা এবং এর বিস্তাররােধে অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখা কর্তৃক ২৩ এপ্রিল থেকে সাধারণ ছুটিকালীন সীমিত পরিসরে অফিস খোলা রাখার জন্য যে নির্দেশনা প্রদান করা হয়েছে, সে অনুযায়ী বিভাগ ও জেলাপর্যায়ে ফায়ার সার্ভিসের দফতর সীমিত পরিসওে খোলা রাখার নির্দেশনা প্রদান করা হয়। ফায়ার স্টেশনগুলোতে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালনের লক্ষ্যে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করে যথারীতি দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জরুরি পরিষেবা হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এ সাধারণ ছুটির আওতাভুক্ত হবে না। বিধায় কর্মদিবসে আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং কোনো অবস্থাতেই কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করবেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ