Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রমজানে ঘরেই ইবাদত করুন : মেয়র নাছির

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২০, ১২:০৪ এএম

পবিত্র মাহে রমজান তাকওয়া বা খোদাভীতি অর্জনের সময় উল্লেখ করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, এ সময় ঘরেই ইবাদত বন্দেগি করুন। তিনি গতকাল শনিবার নগরীর দেওয়ানহাটে অসহায় পরিবারের মাঝে সাহায্য বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান।
মেয়র বলেন, করোনা সংক্রমণ এড়াতে হলে অবশ্যই ঘরে থাকতে হবে। সিয়াম সাধনার মাসে আল্লাহর কাছে বেশি বেশি মুক্তি চাইতে হবে। রমজানকে ঘিরে ভোগ্যপণ্যের দাম ন্থিতিশীল রাখতে তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মুনাফাখোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরে তিনি দুইশ পরিবারের কাছে ইফতার ও সেহেরি সামগ্রী তুলে দেন।
এসময় লায়ন মোহাম্মদ ইব্রাহিম, হাজী মো. ইদ্রিস কাজেমী, আবদুর রশিদ লোকমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ