পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ধর্মীয় অনুশাসনের কারণে দেশে এখনও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কম বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন। তিনি এটাকে আল্লাহর রহমত বলেও উল্লেখ করেন। গতকাল শুক্রবার নগরীর নতুন স্টেশনের সামনে রেয়াজউদ্দিনে বাজার থেকে সরিয়ে নেওয়া কাঁচাবাজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন্তব্য করেন।
তিনি বলেন, এখনও করোনার কার্যকরী ভ্যাকসিন আবিষ্কার হয়নি। বিশ্ব করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে। সে তুলনায় বাংলাদেশের অবস্থা আল্লাহর রহমতে অনেক ভালো। খাদ্যভাস, ধর্মীয় অনুশাসন ও পরিচ্ছন্নতার কারণে দেশে করোনার তেমন প্রভাব পড়েনি। এতে বিশেষ অতিথি ছিলেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। উপ-পুলিশ কমিশনার এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।