Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে রমজানের খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২০, ৫:২৭ পিএম

রাজধানীর দরিদ্র, অসহায়, দিনমুজুর এবং দুস্থ পাচ’শ পরিবারের মাঝে রমজান মাসের দশদিনের খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেছে মতিঝিল এলাকার বাড়িওয়ালা মাজহারুল ইসলাম সেন্টু।

আজ শুক্রবার রাজধানীর দক্ষিণ কমলাপুর এলাকায় নিজ উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম খান বাবু। প্রতিটি প্যাকেটে ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে, ছোলাবুট, মসুর ডাল, চিড়া, মুড়ি, চিনি, তেল, খেজুর, আলু , লবনসহ প্রভৃতি।

এসময় মাজহারুল ইসলাম সেন্টু বলেন, সামনে রমজান মাস। করোনা ভাইরাসের কারণে শ্রমজীবী মানুষ কোনো কাজকর্ম করতে পাড়ছে না। অনেকের বাড়িতে খাবার নেই। তাই বাড়ি বাড়ি ঘুরে ওই সকল মানুষের তালিকা তৈরি করেছি এবং দশ দিনের খাবার ও ইফতার সামগ্রী তুলে দিয়েছি। দেশের এই পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত এই ধারা অব্যহত থাকবে।

দেশে করোনা ভাইরাস আক্রান্তের কারণে গত ২৭ মার্চ থেকে নিজ গত উদ্যোগে প্রতিদিন রেলওয়েস্টেশন, দক্ষিণ কমলাপুর, শাপলা চত্বরসহ আশপাশ এলাকার বিভিন্ন অলিগলি ছিন্নমূল ও পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করে আসছেন মাজহারুল ইসলাম সেন্টু । একই সাথে ওই এলাকায় কর্মহীন ও নিম্নআয়ের ঘরবন্ধি মানুষের বাড়ি বাড়ি গিয়ে নগদ টাকা, চাল, ডাল, তৈল, আলু ও সাবানসহ বিভিন্ন ত্রানসামগ্রী পৌছে দিচ্ছেন তিনি। শুধু শ্রমিক, দিনমজুর, গরিব ও ছিন্নমূলের মানুষ নয়, পাশাপাশি প্রায় শতাধিক এতিম শিশুদের মাঝে করোনা প্রতিরোধ সামগ্রীসহ দৈনন্দিন খাবার পৌঁছে দিচ্ছেন সেন্টু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ