Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন শনাক্ত ৪১৪ আরও ৭ মৃত্যু

দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত ৪১৮৬

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

মহামারি করোনাভাইরাস দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে ১২৭ জনের মৃত্যু হলো। আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪১৪ জন। এ নিয়ে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ১৮৬ জনে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ১৬ জন। মোট সুস্থ হয়েছেন ১০৮ জন। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ২১টি প্রতিষ্ঠানে তিন হাজার ৯২১টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় তিন হাজার ৪১৬টি নমুনা। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৯০টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরও ৪১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ১৮৬ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও সাতজন। এদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুজন নারী। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১২৭ জনে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও ১৬ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১০৮।

বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিগগির ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগ দেয়া হবে। বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে নতুন করে এই ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

তিনি বলেন, বিভিন্ন খবরের কাগজে ও গণমাধ্যমে প্রকাশ হয়েছে, ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরি করা হচ্ছে- এ বিষয়টি সঠিক নয়। সরকার এরকম কোনো ধরনের ব্যবস্থা করেনি। সবার জন্যই একই হাসপাতাল ও একই চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। কেউ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের বিবৃতি দেবেন না। যার কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। যা সরকারি নীতিবহির্ভূত।

জাহিদ মালেক বলেন, কোনো হাসপাতালই লকডাউন করা হয়নি এবং হবে না। অন্যান্য হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা বজায় আছে এবং থাকবে। আমাদের সকল হাসপাতালে যেসব ওষুধ সরকার দিয়ে থাকে, সেগুলো সরবরাহ এখনো অব্যাহত রয়েছে এবং সঠিকভাবে পরিচালিত হচ্ছে।

ডা. নাসিমা সুলতানা জানান, নতুন করে আরও তিনটি জেলায় করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। এতে মোট আক্রান্ত জেলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮টিতে। নতুন আক্রান্ত তিনটি জেলা খুলনা বিভাগের। এখন পর্যন্ত আক্রান্তদের ৮৫.২৬ শতাংশ রাজধানী ঢাকা ও ঢাকা বিভাগের বাসিন্দা। ৪৫.৫১ শতাংশ ঢাকা নগরের বাসিন্দা। ঢাকা বিভাগের অন্যান্য জেলা মিলিয়ে এ সংক্রমণের হার ৩৯.৭৫ শতাংশ। মোট আক্রান্তদের মধ্যে পুরুষ ৬৮ শতাংশ ও নারী ৩২ শতাংশ।

তিনি বলেন, দেশে করোনাভাইরাসের সামাজিক সংক্রমণ ঘটেছে। যখন কোথাও সংক্রমণ ঘটলে এর উৎস জানা যায় না বা আক্রান্ত ব্যক্তি কিভাবে সংক্রমিত হলেন তা বোঝা যায় না, তখন সে অবস্থাকে সামাজিক সংক্রমণ বলে। বাংলাদেশ এখন সংক্রমণের তৃতীয় ধাপে রয়েছে। বুলেটিন উপস্থাপনকালে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁঁকি এড়াতে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহবান জানানো হয়।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্বে তান্ডব চালাচ্ছে। চীন পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে উঠলেও এখন মারাত্মকভাবে ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের প্রায় সাড়ে ২৬ লাখ। এক লাখ ৮৪ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা। তবে সাত লাখ ২২ হাজার রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। বাড়ছে মৃত্যু। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। নিয়েছে আরও নানা পদক্ষেপ। এসব পদক্ষেপের মূলে রয়েছে মানুষে মানুষে সামাজিক দূরত্ব বজায় রাখা, বিশেষত ঘরে রাখা। কিন্তু সশস্ত্র বাহিনী, র‌্যাব ও পুলিশের টহল জোরদার করেও মানুষকে ঘরে রাখা যাচ্ছে না বিধায় করোনাভাইরাসের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।



 

Show all comments
  • এম. এম. হাসান ২৪ এপ্রিল, ২০২০, ১২:৩৮ এএম says : 0
    নমুনা পরীক্ষার সংখ্যা বাড়িয়ে আক্রান্তদের আলাদা করুন। যারা এখনো সচেতন না বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদের পরিবার এবং এলাকা থেকে আলাদা করে দেন। দেশের ক্রান্তিলগ্নে ধ্বস সামলাতে ১৪৪ ধারা জরুরি।সুস্থতার চেয়ে মৃত্যুহার বাড়তে থাকলে তা শোচনীয় হবে।
    Total Reply(0) Reply
  • Himaloyer Sadhu ২৪ এপ্রিল, ২০২০, ১২:৩৮ এএম says : 0
    বাংলাদেশ প্রয়োজনের অনেক আগেই লকডাউন ঘোষণা করেছে। তবুও লকডাউনকে পুরোপুরি কাজে লাগাতে ব্যার্থ হয়েছে সরকার। শুরুতেই ব্যাপক টেস্টের মাধ্যমে আক্রান্তদের চিহ্নিত আর আলাদা করে ফেলতে পারলে বেশ কাজে দিত। এখন যখন জ্যামিতিক হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে তখন এসে লকডাউন কিছুটা শিথিল করে দেশকে ভয়াবহ দুর্যোগের মুখোমুখি করে দিচ্ছে সরকার।
    Total Reply(0) Reply
  • Shourabh Kar ২৪ এপ্রিল, ২০২০, ১২:৩৯ এএম says : 0
    It's just the beginning; within 10 days it will jump...... Garments factories are ready to open.....
    Total Reply(0) Reply
  • Minhazul Abedin Rony ২৪ এপ্রিল, ২০২০, ১২:৩৯ এএম says : 0
    বাহিরের রাষ্ট্রে কতোগুলো টেষ্ট করে?অার বাংলাদেশে কতোগুলো টেষ্ট করে?টেষ্ট না করেই বলেন অামাদের অবস্থা ভালো।
    Total Reply(0) Reply
  • Md Wahidul Islam ২৪ এপ্রিল, ২০২০, ১২:৩৯ এএম says : 0
    অন্যান্য দেশের সাথে তুলনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই সময়ে বিশ্বের অন্য দেশে যে হারে সংক্রমণ ছড়িয়েছিল তার তুলনায় একই সময়ে বাংলাদেশে সংক্রমণের সংখ্যা কম। প্রশ্ন হলো একেই সময়ে ঐ সমস্ত দেশে যে হারে টেষ্ট করা হয়েছে সেটা কি বাংলাদেশে হচ্ছে?
    Total Reply(0) Reply
  • Rahman Khan ২৪ এপ্রিল, ২০২০, ১২:৪০ এএম says : 0
    আরও বাড়বে করোনা রোগ।ঢাকায় এখন যারা গৃহবন্ধি আছে! তাদের নাকি ২৫কিবা২৬তারিখ যার যার এলাকায়,যাওয়ার সুযুগ দেওয়া হবে। শোনাযাচ্ছে? ঐ ঢাকার লোক যে এলাকায় যাবে, সেই এলাকাই করোনার মহামারী দেখা দেবে।
    Total Reply(0) Reply
  • Tanam Azam ২৪ এপ্রিল, ২০২০, ১২:৪০ এএম says : 0
    আজকের প্রজ্ঞাপনের মাধ্যমে সকল কলকারখানা, রপ্তানি ও উৎপাদন শিল্প খুলে দেওয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে এর সরবারহ প্রক্রিয়ায় জড়িত সকল কিছু এই বন্ধের ভিতরেই খুলে দেওয়া হবে তাহলে মসজিদ কি খুলে দেওয়া যায় না?? শ্রমিকেরা যদি স্বাস্থবিধি মেনে ১২ থেকে ১৪ ঘন্টা কাজ করতে পারে তাহলে যথাযথ নিয়ম মেনে কেন মসজিদে যাওয়া যাবে না??
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ