পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শনাক্ত : ২৬,৭৭,০৭১ মৃতু : ১,৮৭,৫০৫ সুস্থ : ৭,৩৫,৩৬৭
করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বড় পদক্ষেপ ব্রিটেন ও জার্মানির। জার্মানিতে মানুষের ওপর করোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষার অনুমতি দেয়া হয়েছে। তবে ব্রিটেনে গতকাল শুরু হয়েছে এই পরীক্ষা। সারা বিশ্বে ভ্যাকসিন নিয়ে অন্তত ১৫০টি প্রকল্প রয়েছে। তবে মানুষের উপর ভ্যাকসিন পরীক্ষার জন্য মাত্র পাঁচটি পরিকল্পনা অনুমোদিত হয়েছে। তার মধ্যে জার্মানি ও ব্রিটেনের প্রকল্প রয়েছে।
এদিকে মারণব্যাধি করোনাভাইরাসে গতকাল রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে ২৬ লাখ ৭৭ হাজার ০৭১ জন এবং এদের মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৫০৫ জনের। আর চিকিৎসায় সুস্থ হয়ে পরিবারে ফিরে গেছেন ৭ লাখ ৩৫ হাজার ৩৬৭ জন। বিগত ২৪ ঘণ্টায় মারা গেছে- যুক্তরাষ্ট্রে ৭৪৪, যুক্তরাজ্যে ৬৩৮, ইতালিতে ৪৬৪, স্পেনে ৪৪০, বেলজিয়ামে ২২৮, হল্যান্ডে ১২৩, মেক্সিকোয় ১১৩, ইরানে ৯০, সুইডেনে ৮৪, জার্মানিতে ৩৯, পর্তুগালে ৩৫ এবং ব্রাজিলে ২৮ জন।
শনাক্ত ও মৃত বিশ্লেষণে দেখা যাচ্ছে যে, বিশ্বজুড়ে বিশেষ করে ইউরোপে কোভিড-১৯ এর প্রকোপ কিছুটা কমে এসেছে। তবে বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ব্রিটেনে বরাবর মৃত্যুর সংখ্যা ৮শতাধিক থাকলেও গতকাল তা কমে ৭শ’র নিচে নেমে গেছে। তবে শনাক্তের সংখ্যা সাড়ে ৪ হাজারের ওপর রয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। আর গতকাল শনাক্তের সংখ্যা ছাড়িয়ে গেছে সাড়ে ৮ লাখের কোটা। ইউরোপের অন্যান্য দেশেও আক্রান্তের হার কমে আসছে বলে উপাত্ত বিশ্লেষণে জানা যাচ্ছে। লকডাউনে না যাওয়া সুইডেনে গতকাল ৮৪ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত বলে শনাক্ত হয়েছে ৭৫১ জন। এর ফলে দেশটিতে মোট শনাক্ত ১৬ হাজার ৭৫৫ জন।
এদিকে ব্রিটেনে গতকাল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রথম দফার পরীক্ষা শুরু হয়েছে। শিম্পাঞ্জির শরীরে থাকা ভাইরাস দূর করার জন্য যে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল, সেটাই এবার মানুষের শরীরে দেয়া হয়। প্রথম পর্যায়ে ১৮ থেকে ৫৫ বছর বয়সি ৫১০ জনকে ভ্যাকসিন দেয়া হচ্ছে। এই গবেষণার প্রধান অধ্যাপক সারা গিলবার্ট জানিয়েছেন, এই পরীক্ষা সফল হওয়ার সম্ভাবনা ৮০ শতাংশ।
অন্যদিকে, জার্মানির একটি সংস্থা যে ভ্যাকসিন তৈরি করেছে, সেটিরও পরীক্ষা কয়েকদিন পরেই শুরু হবে বলে জানানো হয়েছে। জুনের শেষদিকে বা জুলাইয়ের শুরুতে হয়তো প্রথম নমুনা পাওয়া যাবে।
এখনও পর্যন্ত অবশ্য সব ভ্যাকসিনই পরীক্ষামূলক স্তরে আছে। করোনা ভাইরাসের কোনও প্রতিষেধক এখনও পর্যন্ত পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের ধারণা, ভ্যাকসিন তৈরি হতে ১২ থেকে ১৮ মাস লাগতে পারে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেজ জানিয়েছেন, নতুন ভ্যাকসিন আবিষ্কৃত হলে সারা বিশ্বে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। সবাই এখন তারই অপেক্ষায়।
কানাডায় ২ ওষুধ প্রয়োগে পরীক্ষামূলক চিকিৎসা শুরু
অ্যান্টিবায়োটিক এজিথ্রোমাইসিন এবং ম্যালেরিয়ার ওষুধ ক্লোরোকোইন সেবনের মাধ্যমে করোনাভাইরাসের রোগীকে সারিয়ে তোলা যায় কিনা তার আনুষ্ঠানিক পরীক্ষা শুরু করেছে কানাডা। মঙ্গলবার থেকে হ্যামিল্টনে এই পরীক্ষা শুরু হয়েছে। হেলথ কানাডা এই ক্লিনিক্যাল টেস্টের অনুমোদন দিয়েছে।
হ্যামিল্টনের বিভিন্ন হাসপাতালে ৫০০ করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে পরীক্ষার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে নিজেদের বাড়িতে রেখে আরও এক হাজার রোগীকে এই পরীক্ষার আওতায় চিকিৎসা দেয়া হবে। গবেষক দলের অন্যতম ড. সোনিয়া আনন্দ মঙ্গলবার প্রথম রোগীকে এই ওষুধ সেবন করতে দিয়ে এক টুইটবার্তায় উচ্ছ¡াস প্রকাশ করেন। ম্যাকমাস্টার ইউনিভার্সিটির পপুলেশন হেলথ রিসার্চ ইনস্টিটিউট এবং হ্যামিল্টন হেলথ সায়েন্স সম্মিলিতভাবে এ ক্লিনিক্যাল টেস্ট শুরু করেছে।
জানা গেছে, ৫০০ আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে এবং ১ হাজার জনকে বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হবে। দ্বৈবচয়নের ভিত্তিতে এই রোগীদের মধ্য থেকে কাউকে এই ওষুধের মিশ্রণ এবং কাউকে থেরাপি দিয়ে চিকিৎসা করা হবে। গবেষকরা দেখবেন কোন প্রক্রিয়াটি কার্যকর ও নিরাপদ।
এই উদ্যোগের প্রধান গবেষক ড. এমিলি বেইলি টরন্টো স্টারকে বলেছেন, এই ওষুধটি কাজ করে কিনা সেটি আমরা দেখতে চাই। ওষুধটি যদি আসলেই কোনো কাজ না করে, সেটিও আমাদের নিশ্চিত হতে হবে; যাতে নতুন কোনো সমাধানের দিকে আমরা মনোযোগী হতে পারি। বিশ্বের ১০ দেশের গবেষকরা এই ক্লিনিক্যাল টেস্টের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে। কানাডায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৪২২ এবং মারা গেছে ১ হাজার ৮৩৪ জন। এছাড়া করোনা থেকে ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ১৮৮ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।