Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারাদেশে বাড়ছে করোনা রোগী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। প্রতিদিনই সারাদেশে বাড়ছে রোগীর সংখ্যা। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে এ প্রতিবেদনÑ
যশোর ব্যুরো জানায়, যশোর জেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত মণিরামপুরের স্বাস্থ্যকর্মী যিনি লকডাউন শ্বশুর বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন তার শ্যালক আক্রান্ত হয়েছেন। ওই স্বাস্থ্য কর্মীর পুনরায পরীক্ষার রিপোর্টেও করোনা জীবাণু রয়েছে। শ্যালক দুলাভাইয়ের নমুনা পরীক্ষা হয় গতকাল যবিপ্রবির ল্যাবে। যশোরের সিভিল সার্জন অফিস জানায়, এই নিয়ে যশোরে মোট ৬ জন করোনায় আক্রান্ত হলো।
এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিনোম সেন্টারে (ল্যাবে) ৮৬টি নমুনা পরীক্ষায় আরও ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি চুয়াডাঙ্গা জেলায় ৩৯টি নমুনায় ৬, যশোর জেলায় ২৪টি নমুনায় ২, কুষ্টিয়ায় ১২টি নমুনায় ২, মেহেরপুরে ৪টি নমুনায় ১ ও মাগুরায় ৭টি নমুনায় একজন রোগী শনাক্ত হয়েছে।
বরিশাল ব্যুরো জানায়, দক্ষিণাঞ্চলে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৭৫-এ উন্নীত হল। আক্রান্তদের সিংহভাগই বরিশাল জেলায়। গতকাল সকাল পর্যন্ত এ জেলায় ৩৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এরপরেই বরগুনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৮। এছাড়া পটুয়াখালীতে ১৩, ঝালকাঠিতে ৬ এবং পিরোজপুরে এ পর্যন্ত ৫ জন করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। তবে দ্বীপ জেলা ভোলাতে এখনো কোন করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য দফতর। গতকাল সকাল পর্যন্ত আরো দুজন নতুন রোগী শনাক্ত হয়েছে। যাদের একজন বরিশালের বাবুগঞ্জের অপরজন বরগুনা সদরের।
স্টাফ রিপোর্টার, চাঁদপুর জানান, চাঁদপুর থেকে আইইডিসিআরে পাঠানো আরো ১৮জনের রিপোর্ট গতকাল এসেছে। সবগুলো রিপোর্ট নেগেটিভ। এর মধ্যে ৫ পুলিশ ও ১ ডাক্তারের নমুনাও ছিল।
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ জানান, নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৩ জন। গতকাল সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়। সিটি কর্পোরেশনের দুই অঞ্চলে (বন্দর বাদে) আক্রান্ত ৩৮০ জন। অন্যদিকে সদর উপজেলায় আক্রান্ত ১০২ জন। বন্দর উপজেলায় সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা ২৬ এবং ৫টি ইউনিয়নে আক্রান্ত ৬ জন।
স্টাফ রিপোর্টার, মাগুরা জানান, মাগুরায় আরো একজন করোনা আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। এ নিয়ে মাগুরায় ২ জন আক্রান্ত হল। ২৪ বছর বয়সী এ যুবকের বাড়ি শ্রীপুর উপজেলার জোকা গ্রামে। এ গার্মেন্টস শ্রমিক যুবক মাগুরার প্রথম আক্রান্তের সাথে ঢাকা থেকে একই মাইক্রোবাসে বাড়িতে এসেছিল। বর্তমানে জোকা গ্রাম লকডাউন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার, বান্দরবান থেকে : বান্দরবান সদর হাসপাতালে করোনা রোগী শনাক্ত হওয়ায় ৮ চিকিৎসক ও ১০ নার্সসহ ৪১ জনকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। বান্দরবান সদর হাসপাতালের সাধারণ পুরুষ ওয়ার্ডে ভর্তিকৃত রোগীর করোনা পজেটিভ হওয়ায় তাদের কোয়ারেন্টিনে নেয়া হয়।
এদিকে করোনা শনাক্ত অপরজন থানচির পুলিস সদস্যের সংস্পর্শে আসায় থানচি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিসহ ৭ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। এদের সবার নমুনা সংগ্রহ করা হচ্ছে।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি। জেলায় মোট আক্রান্ত ১৩ জন।
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, নওগাঁ জেলায় এ পর্যন্ত ৪০৫ ব্যক্তির নমুনা সংগ্রহ করে করোনা শনাক্তের পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কারও শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি।
হবিগঞ্জ জেলা সংবাদাদাতা জানান, হবিগঞ্জে দুই মহিলাসহ আরও ৫ জন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বাহুবলে ১ জন পুরুষ ও ১ জন মহিলা, মাধবপুরে ১ জন মহিলা, বাহুবলে ১ এবং লাখাইয়ে আরও ১ জন করে পুরুষ রয়েছেন। আক্রান্তরা সবাই হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
বামনা (বরগুনা) উপজেলা সংবাদদাতা জানান, বরগুনার বামনা উপজেলায় গতকাল পর্যন্ত পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুইজন সংবাদকর্মী ও একজন সংবাদকর্মীর ছেলে। আর একজন উপজেলার পশ্চিম সফিপুর গ্রামে ঢাকা ফেরত পোশাক কারখানার কর্মী।
ভেড়ামারা (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা জানান, কুষ্টিয়া ভেড়ামারায় এবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই চিকিৎসকের নাম রাকিব আল ইমরান (২৮)। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।
কালীগঞ্জ (গাজীপুর) উপজেলা সংবাদদাতা জানান, গাজীপুরের কালীগঞ্জে গতকাল দুপুরে ১৪ জনের পজেটিভ রিপোর্ট আসে। এ নিয়ে কালীগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ৮৯ জন।
টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা জানান, কক্সবাজারের টেকনাফে আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল স্যাম্পল টেস্ট রিপোর্টে পজেটিভ আসা ব্যক্তি টেকনাফের দ্বিতীয় আক্রান্ত রোগী। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের হারাঙ্গ্যাঘোনা এলাকার মৃত আলী হোসেনের ছেলে মোহাম্মদ ইদ্রিস (৪০)। তিনি ৩ মাস আগে তাবলীগে গিয়েছিলেন, ১০ দিন আগে বাড়ি ফিরেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ