পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সরকারি ১০ টাকা কেজি দরের ওএমএসের চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদনÑ
পটুয়াখালী জেলা সংবাদদাতা জানান, গতকাল বিকেলে জেলার রাঙ্গাবালী উপজেলার যুগীর হাওলা গ্রামের আইয়ুব আলী ব্যাপারীর বাড়ি থেকে ৮ বস্তা সরকারি সহায়তার চাল উদ্ধার করেছে পুলিশ।
রাঙ্গাবালী থানার ওসি মো. আলী আহমেদ জানান, গোপন সংবাদের ভিক্তিতে আইয়ুব আলীর বাড়িতে অভিযান চালিয়ে এ চাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব আলী জানিয়েছে সরকারি সহায়তার ঐ চাল সে রাঙ্গাবালী সদর ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদুর রহমানের কাছ থেকে কিনেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে এবং আইয়ুব আলীকে গ্রেফতার করা হয়েছে।
জয়পুরহাট জেলা সংবাদদাতা জানান, জয়পুরহাটে ৮৫ বস্তা সরকারি চালসহ একজনকে আটক করেছে র্যাব। গতকাল সোমবার বিকেলে আক্কেলপুর উপজেলার কাঁঠাল বাড়িতে আটককৃত মেন হাসানের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের গুদাম থেকে চালগুলো জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ। আটককৃত মেহেদি হাসান আক্কেলপুর উপজেলার কোলা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, আটককৃত মেহেদি হাসান সরকারি চাল অবৈধভাবে বিক্রি করে আসছিলেন। কাঁঠাল বাড়িতে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে মজুত রেখে চালগুলো বিক্রি করছেন তিনি এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি অবৈধ ৮৫ বস্তা চাল জব্দসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সাভার থেকে স্টাফ রিপোর্টার জানান, ঢাকার সাভারের আশুলিয়ায় সরকারি ১০ টাকা কেজি দরের ওএমএসের চাল বিক্রি না করে লোপাটের অভিযোগে সাবেক এক ইউপি মেম্বারকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় অভিযান চালিয়ে লুকিয়ে রাখা ওএমএস-এর চাল উদ্ধার করা হয়েছে।
গত রোববার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজোয়ার আকরাম সাকাপির নেতৃত্বে আশুলিয়ার নলাম এলাকার ডিলার আফজাল হোসেনের গুদামে অভিযান চালানো হয়। এসময় গুদামে পাশের একটি পরিত্যক্ত ঘরে ওএমএসের ১০ বস্তা চাল ও ২২ টি খালি বস্তা উদ্ধার করা হয়।
সরকারি চাল লোপাটের দায়ে ডিলারের তদারককারী সাবেক ইউপি মেম্বার আব্দুর রশিদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি ওএমএসের চাল দরিদ্রদের কাছে বিক্রি না করে ডিলার নিজেই লোপাট করেছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় মুল গুদামের পাশে একটি ঘরে থেকে চাল জব্দ করা হয়। পাশাপাশি ডিলারের তদারককারী ও আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার আবদুর রশিদকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।