পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনা চিকিৎসায় সহায়ক ওষুধ হিসেবে বিভিন্ন দেশে ব্যবহৃত হাইড্রোক্সিক্লোরোকুইন রফতানির শুল্ক প্রত্যাহার করেছে বাংলাদেশ। মালয়েশিয়ার অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় রফতানি-শুল্ক প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট করোনা রোগীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ উল্লেখ করে এটির রফতানি-শুল্ক প্রত্যাহারে বাংলাদেশকে অনুরোধ করেছিলেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসামুদ্দিন তুন হোসেইন। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের কাছে লেখা এক চিঠিতে তিনি ক্লোরোকুইন চাহিদার বিষয়টি উল্লেখ করে করোনা মোকাবেলায় দুই দেশের একসঙ্গে লড়াইয়ের ওপর জোর দেন। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন গতকাল গণমাধ্যমকে জানান, ঢাকা সেই অনুরোধ রেখেছে এবং বাণিজ্য মন্ত্রণালয় রফতানি-শুল্ক প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. খলিলুর রহমান জানিয়েছেন-ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট বহু বছর ধরে বিদেশে রফতানি করছে বাংলাদেশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।