পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
যশোরে খাদ্য সহায়তার দাবিতে গতকাল প্রেসক্লাব যশোরের সামনে বিক্ষোভ করেছেন শতাধিক অভাবী নারী পুরুষ। বিক্ষোভকারী পপি খাতুন জানান, তার স্বামী রাজমিস্ত্রি কাজ করেন। প্রায় একমাস কাজ বন্ধ। ঘরে খাবার নেই। এখনো কোন জনপ্রতিনিধি আমাদের ত্রাণ সাহায্য দেননি।
যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ত্রাণের আশ্বাস দিলে তারা বাড়ি ফিরে যান।
এদিকে, জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ দৈনিক ইনকিলাবকে গতকাল জানান, যশোর জেলায় পর্যাপ্ত ত্রাণ সাহায্য বিতরণ করা হচ্ছে। আমি আজ থেকে কোথায় কেন ত্রাণ পৌঁছাচ্ছে না আরো কঠোরভাবে তদারকি করবো। পৌর এলাকায় ত্রাণ বিতরণ চলছে। কোথাও কোন অসুবিধা হওয়ার কথা নয়। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সানোয়ার হোসেন জানান, জেলায় এ পর্যন্ত প্রায় ৩৫ লাখ নগদ টাকা ও প্রায় ১২শ’ মেট্রিক টন চাল ত্রাণ সাহায্য দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।