পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
যে হারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগী, তাতে ভয় আতঙ্ক আমাদের মনে স্থায়ী হয়ে বাসা বাধছে। সারা দেশে করোনা আক্রান্ত রোগীদের কোয়ারেন্টাইন ও লকডাউন নিয়ে আমাদের সংবাদদাতাদের পাঠনো প্রতিবেদনÑ
যশোর ব্যুরো জানায়, যশোরে নতুন করে কারো করোনাভাইরাস ধরা পড়েনি। গতকাল রোববার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৬৯ জনসহ এ পর্যন্ত মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ৩ হাজার ৮শ’৭০ জন। পরীক্ষার জন্য নমুনা দেয়া হয়েছে মোট ২৪৭ জনের। রিপোর্ট পাওয়া গেছে ১৬৮ জনের। এর মধ্যে আগে মনিরামপুরের স্বাস্থ্যকর্মীর পজেটিভ ছাড়া নতুন করে কারো রিপোর্টেই করোনা ভাইরাস নেই। এই তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ আবু শাহীন। যশোরে একমাত্র আক্রান্ত মণিরামপুরের স্বাস্থ্য কর্মী বর্তমানে অনেকটা ভালোর দিকে। তিনি লকডাউন শ্বশুবাড়িতে থেকেই স্বাস্থ্য বিভাগের তত্ত¡াবধানে চিকিৎসা নিচ্ছেন।
বরিশাল ব্যুরো জানায়, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাপাতালের চার চিকিৎসক ছাড়াও এক ছাত্র করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। এর মধ্যে এক ছাত্র ও এক চিকিৎসককে গত শনিবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাতে ৩ ইন্টার্ণী চিকিৎসককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনের পেয়িং কেবিনে ভর্তি করা হয়েছে। কুমিল্লা থেকে আগত এক ছাত্রের মধ্যে প্রথম করোনাভাাইরাসের অস্তিত্ব ধড়া পরে। তার সংস্পর্সে আসা অপর এক চিকিৎসকের রক্ত পরীক্ষায়ও করোনাভাইরাসের অস্তিত্ব স্পষ্ট হলে শনিবার তাদের ঢাকায় পাঠানো হয়।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে নতুন করে আরও ৬৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে স্থানীয়সহ বিভিন্ন জেলা থেকে আগত এসব ব্যক্তিদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।
রাজশাহীতে নতুন আসা ব্যক্তিদের মধ্যে ঢাকা থেকে ২৬ জন, নারায়ণগঞ্জ ২৫ জন, নাটোর ২ জন, শরীয়তপুর ১ জন, মুন্সিগঞ্জ ৬ জন, ফরিদপুর ৪ জন এবং মেহেরপুর থেকে ১ জন এসেছেন। এছাড়াও স্থানীয় ২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। নতুন এই ৬৭ জনের মধ্যে সিটি করপোরেশন এলাকার মধ্যে ১৪ জন, বাঘায় ১১ জন, দুর্গাপুরে ২৩ জন এবং মোহনপুরে ১৯ জন এসেছেন।
খুলনা ব্যুরো জানায়, প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত খুলনা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপকের সংস্পর্শে আসা ৩০ জন চিকিৎসকের নমুনা সংগ্রহ করা হচ্ছে। তারা করোনাভাইরাসে আক্রান্ত কিনা সেটি পরীক্ষা করা হবে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক ফিজিশিয়ান ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, হাসপাতালের সাসপেকটেড করোনা আইসেলেশনে ৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের নমুনাও পরীক্ষা করা হবে।
দিনাজপুর অফিস জানায়, গতকাল দিনাজপুরে দেড় বছরের শিশুর শরীরে করোনা শনাক্ত হয়েছে। দিনাজপুর সদর উপজেলার বাসিন্দা এই শিশুর বাবা-মার শরীরেও এর আগে করো না সনাক্ত হয়েছে। উল্লেখ্য ইতোপূর্বে করোণা শনাক্ত হওয়া নারী-পুরুষদের হাসপাতালে স্থানান্তর না করে নিজ বাড়িতেই কোয়ারেনটাইমে থাকতে বলা হয়েছিল।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলে নতুন করে আরও এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকার রোববার সকালে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। এই নিয়ে জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে। আক্রান্ত ওই যুবকের বাড়ি ভুঞাপুর উপজেলার বাগবাড়ি গ্রামে। সে ঢাকা থেকে চার দিন আগে বাড়ি এসেছিলো। আক্রান্ত হওয়ায় তার বাড়িসহ আশেপাশের ৩টি বাড়ি লকডাউন করা হয়েছে।
চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার জানান, চাঁদপুরে আরো ২৯ জনের করোনা টেস্টের রিপোর্ট গতকাল রোববার দুপুরে পাওয়া গেছে। রিপোর্টে সবাইর করোনা নেগেটিভ এসেছে। এ নিয়ে চাঁদপুরে ১৩৯টি রিপোর্টের মধ্যে করোনা ভাইরাস পজেটিভ আসে ১০টি। করোনায় আক্রান্তদের মধ্যে এখনো চিকিৎসাধীন আছেন ৮ জন। প্রথম আক্রান্ত মতলব উত্তরের জামাই সুস্থ হয়ে ফের শ্বশুর বাড়ি ফিরেছেন। এছাড়া মারা গেছেন ১জন।
ঝালকাঠি জেলা সংবাদদাতা জানান, ঝালকাঠিতে নারায়ণগঞ্জ ফেরত পুলিশের এক এসআই করোনা সনাক্ত হয়েছে। গতকাল রোববার বেলা ১২টায় আইইডিসিআর থেকে ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো নমুনা সংগ্রহের রিপোর্টে তাঁর করোনা পজেটিভ আসে। খবর পেয়ে তাঁর বাড়িসহ আশেপাশের কয়েকটি ঘর লকডাউন করেছে জেলা প্রশাসন। করোনা আক্রান্ত ওই এসআইকে বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার। যদি তাঁর অবস্থার অবনতি হয়, তাহলে তাকে সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হবে বলেও জানান সিভিল সার্জন। ওই এসআই নারায়ণগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের করোনায় আক্রান্ত পজিটিভ হওয়ায় উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, ইউএনও মমতাজ বেগম, সহকারী কমিশনার ভুমি আফিফা খান, উপজেলার কর্মচারী ও তার পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টাইনে রয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এ তথ্য নিশ্চিত করেন।
মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, মীরসরাইয়ে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। তিনি উপজেলার ১২ নং খৈয়াছরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড নিজতালুক গ্রামের বাসিন্দা। আক্রান্ত রোগী একজন মহিলা। তিনি একজন সেনা সদস্যের স্ত্রী। শারীরিক অসুস্থতা (পেটের পীড়া) জনিত সমস্যা নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ ভর্তি হলে সেখান থেকে নমুনা সংগ্রহ করার পর তার করোনা ভাইরাস ‘পজিটিভ’ পাওয়া যায়।
রানীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা জানান, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত ২ জনকে সনাক্ত করা হয়েছে। রংপুর মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করে রিপোর্ট দিয়েছে ২ জনের নেগেটিভ। করোনায় আক্রান্ত ২ রুগীকে আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।